
শীতে যে কোনও সংক্রমণই বাড়ে। আর সেই সঙ্গে বাড়ে কানের ব্যথাও। অনেক সময় সাইনাস, টনসিল বা যে কোনও সংক্রমণজনিত সমস্যা থেকেও হতে পারে কানে ব্যথা। দাঁতে ব্যথা হলেও কানে ব্যথা হয়। আর ঠাণ্ডা লাগলেও সেখান থেকে কানে ব্যথা হতে পারে। যে কারণে আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন। তবে কানে ব্যথা যদি দুদিনের বেশি থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। মানুষের কানের তিনটি বিভাগ রয়েছে। ভিতরের কান, মধ্যকর্ণ আর বাইরের কান। সাধারণ ভাবে কানের সংক্রমণ দুরকমের হয়। বর্হিসংক্রমণ (ওটিটিস এক্সটার্না) এবং মধ্য কানের সংক্রমণ (ওটিটিস মিডিয়া)। বাহ্যিক কানের সংক্রমণে যে সব লক্ষণ থাকে-
কানে প্রদাহ
কানে চুলকানি
অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস
কানে তীব্র ব্যথা
কান থেকে তরলের ক্ষরণ
জ্বরও থাকতে পারে
মধ্যকানে সংক্রমণ হলে যে সব লক্ষণ দেখা দেয়-
আক্রান্ত কানে শুনতে সমস্যা
তীব্র যন্ত্রণা
তীব্র চুলকানি
তরল স্রাব
বমি
জ্বর
মাথাঘোরা
কানে কেন ব্যথা হয়?
আয়ুর্বেদ অনুসারে যদি কফ হয়, ঠাণ্ডা লাগে তাহলে সেখান থেকে কানে ব্যথা হতে পারে। ক্রমাগত কানে চুলকানি, ফোলাভাব, হালকা ব্যথা, কানে শুনতে সমস্যা হলেই বুঝতে হবে যে সংক্রমণ হয়েছে। অন্যদিকে কানের ময়লা শুকিয়ে গেলে, সাদা সাদা ময়লা জমা হলে, কান থেকে স্রাব হলে তাহলেও সাবধান। এর অর্থই হল কানে সংক্রমণ আর ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কানে ব্যথা হলে কোনও রকম খোঁচাখুঁচি বা সেঁক নেওয়ার পরামর্শ থেকে দূরেই থাকতে বলেন চিকিৎসকেরা। তবে ঘরোয়া কিছু টোটকা রয়েছে যে টোটকা মানলে ব্যথা কমে। যেমন রসুন ব্যথা কমাতে খুব ভাল সাহায্য করে। একটি প্যানে তিন চামচ অলিভ অয়েলে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে গরম করে নিন। এবার তা ছেঁকে নিয়ে এর মধ্যে রসুন থেঁতো করা রস মিশিয়ে দিন। এবার এই তেল ফোঁটা ফোঁটা করে কানে লাগান। উপকার পাবেন।
রসুনের মত আদাতেও রয়েছে প্রদাহনাশক বৈশিষ্ট্য। আদার রস বের করে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফোঁটা ফোঁটা কানে লাগান। এতেও কিন্তু উপকার পাওয়া যাবে।
টি ট্রি অয়েলের মধ্যেও রয়েছে অ্যান্টিবায়োটিকের গুণ। কানের ব্যথার জন্যেও তা খুব ভাল কাজ করে। অলিভ অয়েল গরম করে নিন। এবার ওর মধ্যে ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার তা ঠান্ডা হতে দিন। ৩-৪ ফোঁটা কানে লাগালেই উপকার পাবেন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।