Patanjali News: বাড়ির গোলাপ গাছই দূর করবে আপনার পেটের সব সমস্যা, পথ দেখালেন রামদেব

Patanjali News: কিন্তু সেটা করেই কি মিলবে ফায়দা? যদি না মেলে? অনেকে বলেন, ডায়েট পরিবর্তন করেও কোনও লাভ হয়নি। তাদের জন্যই উপায় বাতলে দিলেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব।

Patanjali News: বাড়ির গোলাপ গাছই দূর করবে আপনার পেটের সব সমস্যা, পথ দেখালেন রামদেব

| Edited By: Avra Chattopadhyay

Aug 07, 2025 | 7:57 PM

হরিদ্বার: প্রতি মুহূর্ত অফিস, ব্যবসার চাপ। দিন শেষে দেয় না শরীর। ফলত পেট ভরাতে ভরসা, কখনও রেস্তোরাঁ, কখনও বা পথের ধারের খাবারের দোকান। সর্বক্ষণের ব্যস্ত জীবন হয়ে উঠেছে রুটিন-বিহীন। এই পরিস্থিতিতে কখনও পেট খারাপ, কখনও বা কোষ্ঠকাঠিন্য। যার জেরে ‘জ্বলছে’ জীবন। কারণ পেট খারাপ, মানে মুড খারাপ।

কিন্তু এই ব্যাধী থেকে বাঁচার উপায় কী? সর্বজন গ্রাহ্য একটাই উত্তর রয়েছে, ডায়েট বা খাদ্যভাস পরিবর্তন। কিন্তু সেটা করেই কি মিলবে ফায়দা? যদি না মেলে? অনেকে বলেন, ডায়েট পরিবর্তন করেও কোনও লাভ হয়নি। তাদের জন্যই উপায় বাতলে দিলেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব।

এদিন তিনি নিজের সমাজমাধ্য়মে একটি পোস্টে বলেন, রেড ড্রাগন ফ্রুটেই হবে কাজ। তিনি জানান, এই ফল শরীর রক্ত বৃদ্ধি করে। তবে রক্ত বৃদ্ধির পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূরীকরণেও এই ফলের গুরুত্ব কম নয়। তবে রেড ড্রাগন ফ্রুট যে শুধুই পেটের সমস্যা দূর করবে, এমন নয়। এটা খেলে হবে ত্বক পরিষ্কারও।

তবে এই রেড ড্রাগন ফ্রুট তো সবার সাধ্যের মধ্য়ে নয়। তাদের জন্যও উপায় বাতলে দিয়েছেন তিনি। নিজের আগের একটি ভিডিয়োতে রামদেব জানিয়েছিলেন, গোলাপের পাপড়িও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে কাজ করে থাকে। স্বাভাবিক ভাবেই অনেকেই এই পাপড়ির ব্যবহার রূপচর্চায় করেন। তবে এটি পেট পরিষ্কারেও কাজ করে বলে দাবি করেন তিনি।