Heart Attack Symptoms: বুকে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ নাকি গ্যাসের সমস্যা? কীভাবে বুঝবেন বিশেষজ্ঞের থেকে জেনে নিন
Chest Pain: বুকে ব্যথা হলেই হার্টের সমস্যা বলে মনে করেন অনেকে। যদিও হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করার পর জানা যায়, ব্যথাটা গ্যাসের সমস্যা থেকে হয়েছিল, হার্ট অ্যাটাক নয়। আবার অনেকের হার্ট থেকে বুকে ব্যথা হলেও গ্যাসের ব্যথা ভেবে বিষয়টি উপেক্ষা করেন। ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। তাই হার্ট অ্যাটাকের ব্যথা আর গ্যাসের ব্যথার প্রভেদ জানা জরুরি।

ইদানিংকালে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে। স্বাভাবিকভাবেই হার্টের সমস্যা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকে। বুকে ব্যথা হলেই হার্টের সমস্যা বলে মনে করেন অনেকে। যদিও হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করার পর জানা যায়, ব্যথাটা গ্যাসের সমস্যা থেকে হয়েছিল, হার্ট অ্যাটাক নয়। আবার অনেকের হার্ট থেকে বুকে ব্যথা হলেও গ্যাসের ব্যথা ভেবে বিষয়টি উপেক্ষা করেন। ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। তাই হার্ট অ্যাটাকের ব্যথা আর গ্যাসের ব্যথার প্রভেদ জানা জরুরি।
রাজীব গান্ধী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. অজিত জৈন গ্যাস থেকে বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথার প্রভেদ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, যদি বুকে জ্বালা-পোড়া ভাব এবং তার সঙ্গে ব্যথা হয় তাহলে গ্যাসের ওষুধ খান। গ্যাসের ওষুধ খেয়ে আরাম পেলে বুঝবেন, পেটের সমস্যায় গ্যাসের ব্যথা হয়েছিল। কিন্তু আরাম না হলে এবং বুকে ব্যথা থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
হার্টের সমস্যার উপসর্গ
ডা. জৈন জানান, হার্টে কোনও সমস্যা হলে বুকে প্রচণ্ড ব্যথা হয় এবং এর সঙ্গে ঘাম, শ্বাসকষ্ট, বাম হাতে ব্যথা এবং চোয়ালে ব্যথা হতে পারে। গ্যাসের ব্যথার ক্ষেত্রে এটি খুব কমই ঘটে। এগুলি হার্টে ব্লকেজের লক্ষণ হতে পারে।
গ্যাসের ব্যথার লক্ষণ
ডা. জৈন আরও জানান যে, যদি খাবার খাওয়ার পরে বুকে ব্যথা এবং জ্বালাপোড়া অনুভব করেন তাহলে সেটা সাধারণত গ্যাসের ব্যথা হয়। কারণ ভুল সময়ে খাওয়া এবং অতিরিক্ত খাওয়ার ফলে অ্যাসিডিটি হতে পারে। এতে বুকে ব্যথা হতে পারে। গ্যাসের ব্যথা হলে পেটে হালকা ব্যথার সঙ্গে বুকের মাঝখানে বা বুকের নীচের অংশে ব্যথা হয়। তার সঙ্গে গলায় জ্বালা হতে পারে।
কাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে?
দিল্লির বিশিষ্ট চিকিৎসক ডা. অজয় কুমার জানান, যাঁরা ধূমপান করেন, পরিবারের কারও যদি হৃদরোগ থাকে বা অনেক মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই এই ধরনের লোকদের যদি বুকে ব্যথা হয় এবং এর সাথে অন্যান্য উপসর্গও দেখা যায়, তাহলে তাদের অবিলম্বে হাসপাতালে যেতে হবে। এ ব্যাপারে গাফিলতি করা উচিত নয়।
