
প্রচণ্ড গরম বেড়েছে। অনেক রাজ্যে তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। তাপপ্রবাহ চলছে। আর তার শিকার হচ্ছে ছোট থেকে বড় অনেকেই। গরমের জন্য মাথা ঘোরা, বমি বমি ভাব, অজ্ঞান হওয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে। শিশুরাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনকি অনেক শিশু উচ্চ রক্তচাপেরও শিকার হচ্ছে। এর অন্যতম কারণ অতিরিক্ত গরম।
BP কেন বাড়ছে?
বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ ও তীব্র গরমের জন্য শিশুরা ডিহাইড্রেশনে ভুগছে। শরীরে জলের ঘাটতির কারণে অনেক শিশুর রক্তচাপ বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, প্রচণ্ড গরমের ফলে শিশুদের শরীরে জলের ঘাটতি হচ্ছে। যা হার্টের কাজকর্মের উপর প্রভাব ফেলে। তার জেরেই শিশুদেরও উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে। তাই শিশুদের মধ্যে উচ্চ রক্তচাপের কোনও লক্ষণ দেখা দিলে উপেক্ষা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
শিশুদের উচ্চ রক্তচাপের লক্ষণ
বড়দের মতো শিশুদেরও উচ্চ রক্তচাপের সমস্যা হলে শ্বাসকষ্ট, নাক থেকে রক্তপাত, বমি বমি ভাব, বমি, বুকে ব্যথার মতো সমস্যা হবে।
এভাবে শিশুদের যত্ন নিন
তাপপ্রবাহ ও উচ্চ রক্তচাপের হাত থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের বিশেষ পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যেমন- সকাল ১০টার পর এবং সন্ধ্যা ৬টার আগে শিশুদের বাইরে পাঠাবেন না। হালকা, ঢিলেঢালা, সুতির পোশাক পরান, শিশুরা দিনেরবেলা বাইরে বেরোলে মাথা ঢেকে রাখুন। শরীর হাইড্রেটেড রাখতে প্রতি ২ ঘণ্টা অন্তর জল খাওয়ান। লেবুর শরবত, নুন-চিনির জল, ওআরএস, ডাবের জল, আখের রস এবং রসাল ফল খাওয়ান।