Covid: ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, ভারতেও কি করোনার নতুন ঢেউ আসছে?

Covid Virus: মহামারী বিশেষজ্ঞ ডাঃ যুগল কিশোরের মতে, করোনা ভাইরাস এখনও শেষ হয়নি। ফলে এই ভাইরাসের আক্রান্তের ঘটনা চলতেই থাকবে। যেহেতু এই ভাইরাসের মিউটেশন হয়, তাই নতুন নতুন রূপে ফিরে আসছে।

Covid: ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, ভারতেও কি করোনার নতুন ঢেউ আসছে?
করোনা ভাইরাস।Image Credit source: istock

|

May 25, 2024 | 6:01 PM

নয়া দিল্লি: ফের আছড়ে পড়ছে করোনার নতুন ঢেউ। আমেরিকার পর এবার সিঙ্গাপুরেও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। যা নতুন করে চিন্তা বাড়াতে শুরু করেছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্টের ফলেই ফের আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতেও এর কতটা প্রভাব পড়বে, তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কিত অনেকেই।

CDC এর মতে, করোনাভাইরাসের FLiRT ভ্যারিয়েন্টের দুটি স্ট্রেন (KP.1.1 এবং KP.2) নতুন করে ছড়াতে শুরু করেছে। তার ফলেই বিশ্বে নতুন করে আসতে শুরু করেছে কোভিড ঢেউ। FLiRT ভ্যারিয়ান্টটি দ্রুত ছড়ানোর কারণ এর স্পাইক প্রোটিনে ক্রমাগত মিউটেশন ঘটছে। ফলে সহজেই একজনের থেকে আরেকজন সংক্রমিত হচ্ছে।

ভারতেও FLiRT ভেরিয়েন্টের ২০০টির বেশি কেস রিপোর্ট হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্ ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট KP.2-এ ৯০ জন আক্রান্ত।

করোনার নতুন ঢেউ কি আসবে?

মহামারী বিশেষজ্ঞ ডাঃ যুগল কিশোরের মতে, করোনা ভাইরাস এখনও শেষ হয়নি। ফলে এই ভাইরাসের আক্রান্তের ঘটনা চলতেই থাকবে। যেহেতু এই ভাইরাসের মিউটেশন হয়, তাই নতুন নতুন রূপে ফিরে আসছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস দিয়েছেন ডা. যুগল কিশোর। তিনি জানান ফ্লার্ট ভ্যারিয়েন্টের ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এটি ওমিক্রনেরই একটি সাব ভ্যারিয়েন্ট। বেশিরভাগ রোগীরই উপসর্গ মৃদু। আপাতত গুরুতর কোনও বিপদ নেই। তবে জনগণকে সতর্ক থাকতে হবে।

ভারতেও কি বিপদ আছে?

সিঙ্গাপুর ও আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পর ভারতেও কি আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে? ভারতেও কি বিপদ আসছে?- সকলের মনে এখন এটাই প্রশ্ন। এই বিষয়ে ডা. যুগল কিশোর জানিয়েছেন, ভারতে করোনার নতুন ঢেউ আসার কোনও সম্ভবানা নেই। আক্রান্তের সংখ্যা বাড়লেও সেটা হবে সামান্য। অধিকাংশেরই উপসর্গ মৃদু। তবে জনগণকে করোনা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। বিশেষত, বয়স্ক, ছোট শিশু এবং গর্ভবতী মহিলাদের সতর্ক থাকতে হবে। ফ্লুর লক্ষণ দেখা দিলেই কোভিড পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন ডা. যুগল কিশোর।