Covid Alert: ফের বাড়ছে করোনার দাপট? এবার কতটা ভয়াবহ হতে পারে কোভিড? বিশেষজ্ঞের থেকে জানুন

Covid Virus: করোনা ভাইরাস দূর হয়নি। ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে রয়ে গিয়েছে। তবে এটি ততটা সক্রিয় নয় বা সংক্রমিত রোগীদের মধ্যে এর নির্দিষ্ট লক্ষণগুলি দৃশ্যমান নয়। অনেক সময় এমনও হয় যে, যখন ফ্লুর উপসর্গ দেখা দেয় তখন মানুষ কোভিড পরীক্ষা করান। সেই সময় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে পারে।

Covid Alert: ফের বাড়ছে করোনার দাপট? এবার কতটা ভয়াবহ হতে পারে কোভিড? বিশেষজ্ঞের থেকে জানুন
করোনা ভাইরাস।Image Credit source: istock

|

Jul 19, 2024 | 8:03 PM

ফের বাড়ছে করোনা ভাইরাসের দাপট। আমেরিকা-সহ বিশ্বের কয়েকটি দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতেও বিভিন্ন রাজ্যে কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারও কোভিডে আক্রান্ত হয়েছেন। পুনরায় এভাবে কোভিড আক্রান্তের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আবার এই ভাইরাস দাপট দেখাতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা?

সফদরজং হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের এইচওডি প্রফেসর ডা. যুগল কিশোর জানান, করোনা ভাইরাস দূর হয়নি। ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে রয়ে গিয়েছে। তবে এটি ততটা সক্রিয় নয় বা সংক্রমিত রোগীদের মধ্যে এর নির্দিষ্ট লক্ষণগুলি দৃশ্যমান নয়। অনেক সময় এমনও হয় যে, যখন ফ্লুর উপসর্গ দেখা দেয় তখন মানুষ কোভিড পরীক্ষা করান। সেই সময় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে পারে।

চিকিৎসকের মতে, এই মরশুমে অনেক ধরনের ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। কোভিড ভাইরাসও রয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কোভিড আর বিপজ্জনক নয়। এর সব সাব ভ্যারিয়েন্ট আসছে। কোভিড ভাইরাস সময়ের সঙ্গে-সঙ্গে দুর্বল হয়ে পড়েছে। তবে কোভিড চিরতরে শেষ হয়ে গিয়েছে, এটা ভাবা ঠিক নয়। তাই কোনও এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানকার জনগণকে সতর্ক থাকতে হবে।

কেউ আক্রান্ত হলে কোথায় পরীক্ষা করাতে হবে?

ডা. যুগল কিশোর জানান, যদি কোনও ব্যক্তির করোনা উপসর্গ দেখা যায়, তবে তিনি যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে পারেন। প্রথমে ডাক্তাররা রোগীকে চেকাপ করেন। যদি ডাক্তার মনে করেন, করোনা পরীক্ষা করা দরকার, তাহলে হাসপাতালের কোভিড সেন্টারে রোগীর পরীক্ষা করা হয়। রোগীর পরীক্ষায় কোভিড পজিটিভ পাওয়া গেলে তাকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হয়।

এই মরশুমে ভাইরাসজনিত রোগ বাড়ে

দিল্লির বিশিষ্ট চিকিৎসক ডা. কাওয়ালজিৎ সিং জানান, আমেরিকায় এই সময়ে শীতকাল। সেখানে শীতকালে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। ভারতে এই সময় বর্ষা। এই বর্ষায় অনেক ধরনের ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। এই কারণে ফ্লু রোগ এবং ভাইরাল রোগের বাড়বাড়ন্ত দেখা দেয়। কোভিড ভাইরাসও এই মরশুমে সক্রিয় হয়ে ওঠে। যদি কোভিড পরীক্ষা করা হয় তবে কিছু রিপোর্ট পজিটিভ পাওয়া যেতে পারে। এটাও হতে পারে যে, কারও কোভিড আছে, কিন্তু কোনও উপসর্গ নেই। তবে এখন করোনার বিশেষ কোনও ভয় নেই।