Plastic Bottle: রোজ প্লাস্টিকের বোতলেই জল খান? সাবধান, ক্যানসারের ঝুঁকি বাড়ছে

Health Tips: আপনি যদি দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেতে থাকেন, কমবে জীবনের আয়ু। আরও বড় বিপদ ডেকে আনবেন, যদি একই প্লাস্টিকের বোতল দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। এই অভ্যাস কার্ডি‌ওভাস্কুলার রোগ থেকে শুরু করে ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী ও মারণ রোগ ডেকে আনতে পারে।

Plastic Bottle: রোজ প্লাস্টিকের বোতলেই জল খান? সাবধান, ক্যানসারের ঝুঁকি বাড়ছে

|

Mar 26, 2024 | 8:15 AM

জল ছাড়া এক মুহূর্ত চলে না। জলের অপর নাম জীবন। আর এই জলই আপনার জীবন কেড়ে নিতে পারে। শুনতে অদ্ভুত লাগছে? আপনি যদি দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেতে থাকেন, কমবে জীবনের আয়ু। আরও বড় বিপদ ডেকে আনবেন, যদি একই প্লাস্টিকের বোতল দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। এই অভ্যাস কার্ডি‌ওভাস্কুলার রোগ থেকে শুরু করে ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী ও মারণ রোগ ডেকে আনতে পারে। সরাসরি সূর্যালোকে দাঁড়ালে, রাখ-ঢাক ছাড়াই যদি দীর্ঘক্ষণ রোদে দাঁড়ায়, তাতে শরীরের যে ক্ষতি হয়, তার সমপরিমাণ ক্ষতি হয় যদি আপনি প্লাস্টিকের বোতলে জল খান। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষা এমনটাই জানাচ্ছে।

প্লাস্টিক বোতলের জলে প্রায় ১ লক্ষ ন্যানোপ্লাস্টিক অণু খুঁজে পেয়েছেন গবেষকেরা। এই অণুগুলো শরীরে প্রবেশ করে রক্ত প্রবাহের মাধ্যমে কোষ ও মস্তিষ্কে প্রবেশ করে। এটি প্রজনন স্বাস্থ্য, কার্ডি‌ওভাস্কুলার রোগ, হরমোনের ভারসাম্যহীনতা ও ক্যানসারের মতো নানা সমস্যা ডেকে আনে। প্লাস্টিকের বোতলে জল খাওয়া ফলে দেহে প্রবেশ করে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মতে, প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিক বোতলে এই ক্ষতিকারক উপাদান রয়েছে। এই ক্ষতিকারক উপাদানের জেরে কী-কী ক্ষতি হয়, চলুন জেনে নেওয়া যাক।

১) প্লাস্টিকের বোতলে জল খাওয়াই উচিত নয়। এরপরও যদি দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খান শরীরে ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়। ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক বিষাক্ত উপাদান থাকে প্লাস্টিকের বোতলে। এগুলো ক্যানসারের কোষ গঠন করে।

২) প্লাস্টিকের বোতলে থাকা জল খেলে কিডনির ক্ষতি হতে পারে। প্লাস্টিকের বোতলে জল নিয়ে রোদে ঘুরলে গরম হয়ে যায়। এই জল খেলে এটি কিডনির সমস্যা ডেকে আনতে পারে।

৩) প্লাস্টিকের মধ্যে এমন অনেক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যা প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। প্লাস্টিকের বোতলে জল খেলে বিপিএ হরমোন ও ক্রোমোজোমের সমস্যা বাড়তে পারে।

৪) প্লাস্টিকের বোতলে থাকা বিপিএ রাসায়নিক হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যাঁদের প্রস্রাবে এই রাসায়নিকের ঘনত্ব বেশি, তাঁদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তার সঙ্গে বাড়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও।