Chia Seeds: এই ছোট্ট কালো বীজের মধ্যে লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, রোজ খেলে জিমে যেতে হবে না আর
Health Tips: রোজের ডায়েটে চিয়া সিড থাকলে বদলে যেতে পারে আপনার স্বাস্থ্য। ফিটনেস কাকে বলে সেটা সহজেই বুঝতে পারবেন আপনিও। জিমে না গিয়ে ওজন কমাতে চাইলে চিয়া সিড খাওয়ার অভ্যাস করুন। হজম স্বাস্থ্য উন্নত করা, এনার্জি বাড়িয়ে তোলা এবং ওজনকে বশে রাখার কাজ করে চিয়া সিড।

রোজের ডায়েটে চিয়া সিড থাকলে বদলে যেতে পারে আপনার স্বাস্থ্য। ফিটনেস কাকে বলে সেটা সহজেই বুঝতে পারবেন আপনিও। জিমে না গিয়ে ওজন কমাতে চাইলে চিয়া সিড খাওয়ার অভ্যাস করুন। চিয়া সিড হল পুষ্টির ভাণ্ডার। এই ছোট্ট বীজের মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। হজম স্বাস্থ্য উন্নত করা, এনার্জি বাড়িয়ে তোলা এবং ওজনকে বশে রাখার কাজ করে চিয়া সিড। এতে যেমন আপনি ফিট থাকেন, তেমনই ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো রোগের হাত থেকে সুরক্ষিত থাকা যায়।
ফাইবারে ভরপুর: চিয়া সিডের মধ্যে উচ্চ পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে। এক আউন্স চিয়া সিডের মধ্যে ১০ গ্রাম ফাইবার থাকে। চিয়া সিড খেলে বদহজমের সমস্যা দূর হয়, ওজন কমে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।
প্রোটিনে ঠাসা: আকারে ছোট হলেও এই দানায় প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এমনকি নয় ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। প্রোটিন পেশি পুনরুদ্ধার, ইমিউন ফাংশন ও ত্বক, চুল ও নখের স্বাস্থ্য গঠনে বিশেষ সাহায্য করে।
ওমেগায় পরিপূর্ণ: চিয়া সিডের মধ্যে উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, বিশেষত আলফা-লিনোলেনিক অ্যাসিড রয়েছে। এই স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের সমস্যা কমায় এবং হার্টের স্বাস্থ্য উন্নত করে। কমায় স্ট্রোকের ঝুঁকি।
অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি: চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং শরীরকে দীর্ঘস্থায়ী রোগের হাত থেকে সুরক্ষিত রাখে। এটি যেমন কোষকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে, তেমনই বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ত্বকের চিরযৌবন ধরে রাখতে চিয়া সিড খেতে পারেন।
চোখকে ভাল রাখে: চিয়া সিডের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন চোখের যত্ন নেয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং বয়সজনিত কারণে হওয়া চোখের সমস্যা এড়াতে সাহায্য করে।
