
দুধের পাশাপাশি এই ফলগুলোতে দিন কামড়, প্রতিদিনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে মাস্ট!Image Credit source: Canva
ক্যালসিয়াম (Calcium) শরীরের একটি অপরিহার্য খনিজ। যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে। এছাড়া এটি পেশির কার্যক্রম, স্নায়ুতন্ত্র ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই মনে করেন, ক্যালসিয়ামের প্রধান উৎস শুধু দুধ ও দুগ্ধজাত খাবার। কিন্তু বেশ কিছু ফলও আছে, যেগুলো প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামে ভরপুর এবং সহজেই দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করা যায়। চলুন জেনে নেওয়া যাক ক্যালসিয়ামসমৃদ্ধ ৫ ফলের কথা। রোজ দুধ খাওয়ার পাশাপাশি এই ফলগুলি খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না।
ক্যালসিয়াম সমৃদ্ধ ৫টি ফল নিয়ে নিম্নে আলোচনা করা হল —
- কমলা – শুধু ভিটামিন সি নয়, কমলায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
- ডুমুর – তাজা বা শুকনো ডুমুরে প্রচুর ক্যালসিয়াম থাকে। শুকনো ডুমুরে প্রতি ১০০ গ্রামে প্রায় ১৬২ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
- স্ট্রবেরি – ভিটামিন সি-এর পাশাপাশি স্ট্রবেরিতে প্রতি ১০০ গ্রামে প্রায় ১৬ মিলিগ্রাম ক্যালসিয়াম মেলে। যা হাড় ও দাঁতের জন্য উপকারী।
- পেয়ারা – ভিটামিন সি এবং ক্যালসিয়াম উভয়ই প্রচুর পরিমাণে থাকে পেয়ারাতে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হাড়ও বেশ মজবুত করে।
- কিউই – এই ফলটিতে প্রতি ১০০ গ্রামে প্রায় ৩৪ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। সেইসঙ্গে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।
ক্যালসিয়াম সমৃদ্ধ ফল খাওয়ার উপকারিতা কী কী?
- হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস) প্রতিরোধে সাহায্য করে।
- দাঁতের এনামেল শক্ত রাখে।
- পেশির কার্যকারিতা উন্নত করে।
- হৃদপিণ্ড ও স্নায়ুতন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখে।