
গ্রীষ্মকাল মানেই অতিরিক্ত গরম, ঘাম, ক্লান্তি আর জলশূন্যতার সমস্যা। এই সময়ে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে দরকার এমন কিছু যা প্রাকৃতিকভাবে শরীরকে শীতল রাখে এবং ভিতর থেকে সজীব রাখে। এমন এক উপকারী উপাদান হল পুদিনা পাতা। ছোট হলেও পুদিনা পাতার গুণাগুণ অনেক।
পুদিনা পাতার মধ্যে রয়েছে মিনথল নামক একটি প্রাকৃতিক উপাদান, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমে অতিরিক্ত ঘাম, গরমের কারণে মাথা ঘোরা বা ক্লান্তি দূর করতে পুদিনা খুব কার্যকর। এটি শরীরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মন ও শরীরকে ঠান্ডা রাখে।
গরমে হজমের সমস্যা অনেকেরই হয়। এই সমস্যা দূর করতে পুদিনা এক শক্তিশালী উপায়। এটি পাচনতন্ত্রকে সক্রিয় করে এবং অ্যাসিডিটির সমস্যা কমায়। খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস-অম্বল থেকেও রক্ষা করে।
পুদিনা পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রীষ্মকালে ভাইরাল জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ে। পুদিনা সেইসব সমস্যা প্রতিরোধে সহায়ক।
পুদিনা শরীরের সঙ্গে সঙ্গে ত্বকেরও যত্ন নেয়। এটি রক্ত পরিশোধন করে, ফলে ব্রণ ও ত্বকের দাগ কমায়। ত্বক থাকে উজ্জ্বল ও ঠান্ডা।
গরমে পুদিনা দিয়ে তৈরি পানীয় যেমন পুদিনা শরবত, লেবু ও পুদিনা মিশিয়ে ডিটক্স ওয়াটার, অথবা পুদিনা চা শরীরকে সতেজ করে তোলে।
সব মিলিয়ে গ্রীষ্মের এই উত্তাপ থেকে মুক্তি পেতে পুদিনা পাতার ব্যবহার এক সহজ ও প্রাকৃতিক পন্থা। নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখলে শরীর থাকবে ঠান্ডা, হজম হবে ভালো, আর সারাদিন থাকবে সতেজ অনুভব।