অজান্তে Expiry Date পেরোনো ওষুধ খেয়ে ফেলেছেন, জানেন শরীরের ভেতর কী কী ঘটবে?

বর্তমানে অনেকে মাঝে মাঝেই অ্যাসিডিটি, জ্বর, মাথাব্যথা হলে চিকিৎসকের পরামর্শ না নিয়েই বাড়িতে থাকা ওষুধ খেয়ে নেন। এমনটা একেবারেই উচিত নয়।

অজান্তে Expiry Date পেরোনো ওষুধ খেয়ে ফেলেছেন, জানেন শরীরের ভেতর কী কী ঘটবে?
Image Credit source: Canva

Jul 24, 2025 | 7:25 PM

সকলের বাড়িতেই কমবেশি গ্যাস, অম্বল, জ্বর, গা-হাত-পা ব্যথা ও মাথাব্যথার ওষুধ থাকে। বর্তমানে অনেকে মাঝে মাঝেই অ্যাসিডিটি, জ্বর, মাথাব্যথা হলে চিকিৎসকের পরামর্শ না নিয়েই বাড়িতে থাকা ওষুধ খেয়ে নেন। এমনটা একেবারেই উচিত নয়। এই চক্করে অনেকে ভুল করে মেয়াদ উত্তীর্ন ওষুধ খেয়ে নেন। এর ফলে শরীরের বিরাট ক্ষতি হয়। এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন বিস্তারিত।

লখনউয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডাক্তার সঞ্জিত কুমার সিং বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। কোনও ব্যক্তি যদি মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ খেয়ে ফেলেন, তা হলে তাঁর হজমের সমস্যা, বমি, অ্যালার্জি, মাথা ব্যথা এবং অ্যাসিডিটির মতো নানা সমস্যা হতে পারে। তাই চিকিৎসক সঞ্জিত জানিয়েছেন, কখনও মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ খাওয়া ঠিক নয়।

মেয়াদ উত্তীর্ন ওষুধ খেলে যে কারও শরীর আরও বেশি খারাপ হয়। আর প্রতিটি ওষুধে মেয়াদের কথা উল্লেখ থাকে সবসময় নিরাপত্তার জন্যই। তাই যদি কোনও ব্যক্তি ভুল করে মেয়াদ উত্তীর্ন ওষুধ খেয়ে ফেলেন, তেমন সময় তাঁর উচিত শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া। উল্লেখ্য, বাড়ির ফার্স্ট এইড বক্সে থাকা ওষুধ কখনও তারিখ না দেখে খাওয়া ভালো নয়। শুধু তাই নয়, যখন দোকান থেকে ওষুধ কিনবেন, সেই সময়ও ভালো করে এক্সপায়ারি ডেট দেখে ওষুধ নিতে হবে। অল্প মেয়াদ থাকা ওষুধ না কেনাই শ্রেয়।