AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EYE: চোখের সমস্যা বুঝতে পারছেন না? এই উপসর্গগুলি মিলিয়ে দেখতে পারেন…

Eye Sight: এমন অনেক উপসর্গই রয়েছে, যা চোখের সমস্যা অনেক আগেই বোঝা যেতে পারে। দৃষ্টিশক্তি কমছে কি না, তা আন্দাজ করতে অন্তত এই তিনটি উপসর্গ মিলিয়ে দেখতেই পারেন। তাতে হয়তো অনেক আগে থেকে সতর্ক হওয়া যাবে।

EYE: চোখের সমস্যা বুঝতে পারছেন না? এই উপসর্গগুলি মিলিয়ে দেখতে পারেন...
Image Credit: CANVA
| Updated on: Jun 18, 2025 | 11:54 PM
Share

চোখের সমস্যা? হতেই পারে, বুঝতে পারছেন না। কিংবা দ্বিধা থাকছে। নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। অনেকেই অবহেলা করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, আরও আগে থেকে সতর্ক হলে হয়তো ভালো হত। এমন অনেক উপসর্গই রয়েছে, যা চোখের সমস্যা অনেক আগেই বোঝা যেতে পারে। দৃষ্টিশক্তি কমছে কি না, তা আন্দাজ করতে অন্তত এই তিনটি উপসর্গ মিলিয়ে দেখতেই পারেন। তাতে হয়তো অনেক আগে থেকে সতর্ক হওয়া যাবে।

বর্তমান দিনে স্ক্রিনটাইম অর্থাৎ ল্যাপটপ, কম্পিউটার, ফোন কিংবা ইলেকট্রনিক গ্যাজেটে তাকিয়ে থাকার কারণে, দৃষ্টিশক্তি কমা অবাক হওয়ার মতো বিষয় নয়। অনেকের পেশাগত কারণে স্ক্রিনটাইম তুলনামূলক বেশি হয়ে থাকে। তাঁদের আরও সতর্ক হওয়া উচিত।

শুরুর দিকে কী লক্ষণ দেখা যেতে পারে? সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নরেন্দ্র কুমারের মতে, দৃষ্টিশক্তি কমছে কি না, শুরুতে অন্তত তিনটি উপসর্গ দেখা যায়। প্রথমত, ঝাঁপসা দেখা। এর ফলে কোনও একটি বস্তুর উপর ফোকাস করতে সমস্যা হয়। এই সমস্যা সাময়িকও হতে পারে। চোখের ক্লান্তির কারণে অনেক সময় এমন হতে পারে।

আবার এটা কিন্তু গুরুতর সমস্যারও লক্ষণ হতে পারে। চোখে ব্যাথা হওয়া কিংবা ক্লান্ত লাগা। দীর্ঘ সময় পড়া অথবা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলে এই সমস্যা হতে পারে। এ ছাড়াও নিয়মিত মাথাব্যাথা হওয়ায় দৃষ্টিশক্তি কমার অন্যতম লক্ষণ।

কীভাবে সতর্ক হওয়া যেতে পারে? যদি এই লক্ষণগুলো নজরে পড়ে, অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক চোখের পরীক্ষা করে সঠিক পরামর্শ দিতে পারবেন। এই লক্ষণগুলি এড়িয়ে গেলে পরবর্তীতে আরও বেশি সমস্যা হতে পারে। তার চেয়ে আগে ভাগে সতর্ক হলে হয়তো চশমা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। এমন উপায়ও থাকে, যাতে শুরুতেই দৃষ্টিশক্তি ঠিক করা যেতে পারে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।