Sperm Production: প্যান্টের পকেটে মোবাইল রাখেন? অজান্তেই পুরুষাঙ্গের কোন মারাত্মক ক্ষতি করছেন জানেন?

Mar 21, 2025 | 5:26 PM

Sperm Production: আমরা সকলেই রাস্তায় বেরোলে বা অন্য কোথাও গেলে প্যান্টের পকেটে আমাদের মোবাইল রেখে দিই। আর তাতেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে পুরুষদের। জানেন সেটা কী?

Sperm Production: প্যান্টের পকেটে মোবাইল রাখেন? অজান্তেই পুরুষাঙ্গের কোন মারাত্মক ক্ষতি করছেন জানেন?

Follow Us

মোবাইল এখন আর কারও জীবনে লাক্সারির জায়গায় নেই। তা আমাদের যাপনের অঙ্গ হয়ে উঠেছে। আমরা যেখানেই যাই, যাই করি না কেন, মোবাইল সঙ্গেই থাকে। কেউ কেউ তো আবার বাথরুমে গেলেও সেটিকে সঙ্গে করে নিয়ে যান। তবে এই সব কিছু খারাপ প্রভাব রয়েছে। আমরা সকলেই রাস্তায় বেরোলে বা অন্য কোথাও গেলে প্যান্টের পকেটে আমাদের মোবাইল রেখে দিই। আর তাতেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে পুরুষদের। জানেন সেটা কী?

না না ক্যানসারের মতো বড় কথা বলছি না। তবে যে ক্ষতি হচ্ছে সেটাও খুব ছোট নয়। বিশেষজ্ঞরা বলছেন পকেটে মোবাইল রাখার ফলেই বাড়ছে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব। কী ভাবে ঘটছে এমন অঘটন? বিশদে জানিয়েছেন প্রজনন বএং স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৌমিতা নাহা। কী বলছেন তিনি?

মৌমিতা জানান, স্পার্ম বা বীর্য গরম পছন্দ করে না। তাই প্রাকৃতিকভাবেই আমাদের শরীরের বাইরে থাকে শুক্রাণু থলি। যদিও মহিলাদের ডিম্বাণু উৎপাদন হয় আমাদের শরীরের মধ্যেই। কারণ পেটের ভিতরের তাপমাত্রা সব সময় বেশি থাকে। তবে কোনও কারণে যদি পুরুষাঙ্গ বা তার আশেপাশের তাপমাত্রা খুব বেড়ে যায় তাহলে তা পুরুষদের বীর্য উৎপাদনকে প্রভাবিত করে।

মৌমিতা জানাচ্ছেন, মোবাইল ফোনের নিজস্ব একটা তাপ থাকে। আবার এটি থেকে এক ধরনের ‘রে’ নির্গত হয়। ফোন পকেটে রাখলে স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে আমাদের শরীরের উপরে। মোবাইল যে ধরনের তাপ উৎপাদন করে তা পুরুষদের বীর্যের গুণগত মান এবং পরিমাণ দুটিকেই খারাপ ভাবে প্রভাবিত করে।

এই সমস্যার হাত থেকে বাঁচতে কখনই মোবাইল প্যান্টের পকেটে রাখাটা উচিত নয়। অনেকেই আছেন যাঁরা ঘন্টার পর ঘন্টা কোলে ল্যাপটপ বা ট্যাব নিয়ে বসে কাজ করেন। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করাটা কিন্তু জরুরী। আসল কথা হল আপনার পুরুষাঙ্গ যাতে ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।