ফ্লু থেকে পেটে ব্যাথা, বর্ষায় যে কোনও অসুখের একমাত্র দাওয়াই নাগকেশর!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 31, 2021 | 7:51 PM

জবা, গোলাপ, গাঁদা ও অন্যান্য ফুলের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। তাদের কিছু না কিছু উপকারীতা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে। কিন্তু নাগকেশর! অনেকে হয়তো নামটাই এই প্রথম শুনলেন। নাগকেশর সম্বন্ধে সঠিত তথ্য জানা নেই অধিকাংশের। স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই ফুল, তাও অজানা।

1 / 5
সবুজ-লাল রঙ এবং সাদা-হলুদ, এই দুটি রঙের ফুল হয় নাগকেশর গাছের। প্রতিটি রঙের ফুলের মধ্যিখানে হলুদ-স্যাফরন রঙের পরাগরেণু থাকে। স্বাস্থ্যের জন্য নাগকেশর কতটা উপকারী, তা জানলে অবাক হবেন আপনি...

সবুজ-লাল রঙ এবং সাদা-হলুদ, এই দুটি রঙের ফুল হয় নাগকেশর গাছের। প্রতিটি রঙের ফুলের মধ্যিখানে হলুদ-স্যাফরন রঙের পরাগরেণু থাকে। স্বাস্থ্যের জন্য নাগকেশর কতটা উপকারী, তা জানলে অবাক হবেন আপনি...

2 / 5
বর্ষায় বৃষ্টিতে ভিজে অনেক সময় ঠান্ডা লেগে যাচ্ছে তাই কাণ্ড ঘটে। এই সময় নানারকম সংক্রমণ ও সাধারণ ফ্লুর লক্ষণ দেখাযায়। তাই আমরা সাধারণত তার চিকিত্সার জন্যই প্রচলিত ওষুধ খেয়ে থাকি। যদি বাড়িতে নাগকেশর গাছ লাগাতে পারেন তাহলে এই অবস্থায় অন্য কোনও মেডিসিনের দরকারই পড়বে না। ঠান্ডায় ফ্লু হলে, সর্দি-কাশি-জ্বরের উপসর্গ দেখা দিলে নাগকেশর অত্যন্ত উপকারী একটি উপাদান।

বর্ষায় বৃষ্টিতে ভিজে অনেক সময় ঠান্ডা লেগে যাচ্ছে তাই কাণ্ড ঘটে। এই সময় নানারকম সংক্রমণ ও সাধারণ ফ্লুর লক্ষণ দেখাযায়। তাই আমরা সাধারণত তার চিকিত্সার জন্যই প্রচলিত ওষুধ খেয়ে থাকি। যদি বাড়িতে নাগকেশর গাছ লাগাতে পারেন তাহলে এই অবস্থায় অন্য কোনও মেডিসিনের দরকারই পড়বে না। ঠান্ডায় ফ্লু হলে, সর্দি-কাশি-জ্বরের উপসর্গ দেখা দিলে নাগকেশর অত্যন্ত উপকারী একটি উপাদান।

3 / 5
 হঠাত করে হেঁচকি শুরু হলে তা থামার আর অন্ত থাকে না। এই সময় নাগকেশর পাউডারের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে খেতে পারেন। হেঁচকি বন্ধ করতে নাগকেশর বেশ কার্যকরী। এছাড়া আকের রসের সঙ্গে এই আয়ুর্বেদিক পাউডার মিশিয়ে পান করলেও হেঁচকি ওঠা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন।

হঠাত করে হেঁচকি শুরু হলে তা থামার আর অন্ত থাকে না। এই সময় নাগকেশর পাউডারের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে খেতে পারেন। হেঁচকি বন্ধ করতে নাগকেশর বেশ কার্যকরী। এছাড়া আকের রসের সঙ্গে এই আয়ুর্বেদিক পাউডার মিশিয়ে পান করলেও হেঁচকি ওঠা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন।

4 / 5
আজকের দিনে পেটে ব্যাথা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। বদহজম, অ্যাসিডিটি, গ্যাস-অম্বল, তলপেটে ব্যাথা, বমি বমি ভাব লক্ষণ দেখা দিলে নাগকেশর পাউডারের সঙ্গে মধু ও চিনি মিশিয়ে খেলে উপকার পাবেন।

আজকের দিনে পেটে ব্যাথা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। বদহজম, অ্যাসিডিটি, গ্যাস-অম্বল, তলপেটে ব্যাথা, বমি বমি ভাব লক্ষণ দেখা দিলে নাগকেশর পাউডারের সঙ্গে মধু ও চিনি মিশিয়ে খেলে উপকার পাবেন।

5 / 5
গাঁটে গাঁটে ব্যাথা হলে তাড়াতাড়ি আরাম পেতে নাগকেশর বীচের তেল দিয়ে মালিশ করলে দারুণ উপকার পাবেন। তবে এই নাগকেশর পাউডার ব্যবহারের আগে অবশ্যেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন।

গাঁটে গাঁটে ব্যাথা হলে তাড়াতাড়ি আরাম পেতে নাগকেশর বীচের তেল দিয়ে মালিশ করলে দারুণ উপকার পাবেন। তবে এই নাগকেশর পাউডার ব্যবহারের আগে অবশ্যেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন।

Next Photo Gallery