Eye Blood Pressure: অলক্ষে বাড়ছে না তো চোখের রক্তচাপ? কী ভাবে বুঝবেন?

Eye Blood Pressure: বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই। সেই উচ্চ রক্তচাপ প্রভাব ফেলে চোখেও।

Eye Blood Pressure: অলক্ষে বাড়ছে না তো চোখের রক্তচাপ? কী ভাবে বুঝবেন?

Mar 31, 2025 | 4:57 PM

শরীরের নানা অনিয়মের কারণে উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। অথচ কখন যে ভিতরে ভিতরে বেড়ে চলেছে রক্তের চাপ তা বোঝাটাই দায় হয়ে দাঁড়ায়। অনেক সময় এই সমস্যা ঠাওর করার আগে হয়ে যায় বড় ক্ষতি। হৃদরোগ থেকে স্ট্রোক, নানা বড় সমস্যাও। তবে এত গেল শরীরের রক্ত চাপের কথা। আপনি কি জানেন রক্ত চাপ বাড়তে পারে আপনার চোখেরও?

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই। সেই উচ্চ রক্তচাপ প্রভাব ফেলে চোখেও। চোখের রেটিনায় যে রক্তনালিগুলি থাকে, সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চ রক্তচাপের কারণে। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’। ২০১৩ সালের একটি গবেষণায় ধরা পড়ে, এই সমস্যার সঙ্গে যোগ রয়েছে স্ট্রোকের। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’-তে আক্রান্ত রোগীদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।

তবে আয়নায় নিজের চোখ দেখে সাধারণ ভাবে এই সমস্যা ধরা যায় না। চিকিৎসকরা চক্ষু পরীক্ষার সময় বিষয়টি বুঝতে পারেন। মাঝেমাঝেই যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে, চোখ থেকে জল পড়ে, চোখ টকটকে লাল হয়ে যায়, মাথা ঘোরে। তা উচ্চ রক্তচাপের কারণে হচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে।

তাই, কেবল চোখের সমস্যার জন্যই নয়, সার্বিক ভাবেই নিয়মিত চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কেবল রক্তচাপই নয়, একাধিক সমস্যার ইঙ্গিত মিলতে পারে চোখে। চোখের আশপাশের চামড়ায় কোনও সাদাটে উঁচু জায়গা তৈরি হলে, তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। কোলেস্টেরলের সঙ্গেও উচ্চ রক্তচাপের সমস্যার যোগ গভীর। তাই এই লক্ষণ দেখা দিলে আগে থেকে সতর্ক হতে হবে।