Thyroid-Periods: ঋতুস্রাবের ধরণই বলে দিতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা!

Women Health: থাইরয়েড হরমোনের গণ্ডগোল হলেও ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দেয়। ঋতুস্রাবের কারণে তলপেটে ব্যথা, কোমরে-পায়ে ব্যথা হয়। শারীরিক ক্লান্তিও থাকে। থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে ঋতুস্রাবের সময় এসব উপসর্গগুলো জোরাল হতে থাকে।

Thyroid-Periods: ঋতুস্রাবের ধরণই বলে দিতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা!

| Edited By: megha

Jun 04, 2023 | 1:17 PM

ঋতুস্রাবে কোনও গণ্ডগোল হলেই বেশিরভাগ মানুষ মনে করেন, পিসিওডি বা পিসিওএস-এর সমস্যা। কিন্তু অনিয়মিত ঋতুস্রাব শুধুমাত্র পিসিওডি বা পিসিওএস-এর কারণে ঘটে না। থাইরয়েড হরমোনের গণ্ডগোল হলেও ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দেয়। ঋতুস্রাবের কারণে তলপেটে ব্যথা, কোমরে-পায়ে ব্যথা হয়। শারীরিক ক্লান্তিও থাকে। থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে ঋতুস্রাবের সময় এসব উপসর্গগুলো জোরাল হতে থাকে। পাশাপাশি দেখা দেয়, অনিয়মিত ঋতুস্রাব কিংবা ঋতুস্রাবের সময় ভারী রক্তপাতের সমস্যা। তাই পিরিয়ড সার্কেলের দিকে নজর রাখা দরকার।

থাইরয়েড হরমোন বিপাক ক্রিয়া এবং মেন্সট্রুয়াল হেলথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড গ্রন্থি থেকে ট্রাইওডোথাইরোনিন (T3) এবং থাইরক্সিন (T4) উৎপন্ন হয়। এই কোনও একটি হরমোনের নিঃসরণ বেড়ে গেলে কিংবা কমে গেলে, তা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাসিক চক্রের উপর প্রভাব ফেলে। ট্রাইওডোথাইরোনিন ও থাইরক্সিন এই দুই হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনকে প্রভাবিত করে। অন্যদিকে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন মাসিক চক্রের উপর প্রভাব ফেলে। তাই যখনই থাইরয়েড হরমোনগুলো সঠিকভাবে কাজ করে না, তখনই গণ্ডগোল দেখা যায় পিরিয়ডেও।

দেহে থাইরয়েড হরমোনের উৎপাদনের মাত্রা বেড়ে গেলে, যে অবস্থা তৈরি হয়, তাকে হাইপারথাইরয়েডিজম। অন্যদিকে, থাইরয়েড হরমোনের উৎপাদন কমে গেলে, তাকে হাইপোথাইরয়েডিজম। সাধারণত থাইরয়েডে আক্রান্ত হলে চুল পড়া, শুষ্ক ত্বক, সর্দি-কাশি, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, বিষণ্ণতা, জয়েন্টে ব্যথা, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া কিংবা ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। তাছাড়া ঋতুস্রাবের সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত হয়। কিন্তু ঋতুস্রাবের কোন লক্ষণ দেখে বুঝবেন, যে আপনি থাইরয়েডে আক্রান্ত?

ঋতুস্রাবের সময় আপনার যদি ভারী রক্তপাত হয়, যদি দু’ঘণ্টার মধ্যে স্যানিটারি প্যাড পরিবর্তন করতে হয়, যদি ঘন ঘন রক্ত জমাট বাঁধে, তাহলে বুঝবেন থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমনটা ঘটছে। মূলত হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হলে এই ভারী রক্তপাতের উপসর্গ দেখা দেয়। অন্যদিকে, ঋতুস্রাবের সময় যদি কম রক্তপাত হয় এবং ৩-৪ দিনের পর ঋতুস্রাব হয়, তাহলে বুঝবেন আপনি হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত।

তবে, হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজমের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল অনিয়মিত ঋতুস্রাব। ২৮ দিন অন্তর যদি ঋতুস্রাব না হয়, প্রতিমাসে যদি ঋতুস্রাব না হয় এটি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের কারণে ঘটতে পারে। তাই এই লক্ষণগুলো অবহেলা করবেন না এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।