Period Blood Colour: পিরিয়ডে রক্তের রং লাল, কালো, গোলাপি, কমলা, ধূসর, জানেন এই রংগুলির অর্থ

স্বাভাবিক ঋতুচক্র সুস্থতার লক্ষ্মণ জানান দেয়। আবার অনিয়মিত ঋতুস্রাব অনেকের চিন্তায় বাড়ায়। অনেক সময় পিরিয়ড রক্তের রঙের (Period Blood Colour) কিছু রকমফেরও নজরে পড়ে।

Period Blood Colour: পিরিয়ডে রক্তের রং লাল, কালো, গোলাপি, কমলা, ধূসর, জানেন এই রংগুলির অর্থ
পিরিয়ডে রক্তের রং লাল, কালো, গোলাপি, কমলা, ধূসর, জানেন এই রংগুলির অর্থ

Dec 08, 2024 | 6:27 PM

পিরিয়ড নিয়ে আলোচনা আর রাখঢাক করে হয় না। তবে মাসিক নিয়ে যত আলোচনাই হোক না কেন, সেই সময় বের হওয়া রক্ত নিয়ে কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করেন। আরও ভালো করে বললে পিরিয়ডের রক্ত নিয়ে খোলামেলা অনেকেই আলোচনা করতে চান না। ঋতুস্রাবের সময় মাসের তিন-চার দিন অনেক মেয়েরা বিরক্তির মধ্যেই কাটায়। তলপেটে কারও তীব্র, কারও অল্প যন্ত্রণা যেন সঙ্গী হয়ে থাকে এই সময়। স্বাভাবিক ঋতুচক্র সুস্থতার লক্ষ্মণ জানান দেয়। আবার অনিয়মিত ঋতুস্রাব অনেকের চিন্তায় বাড়ায়। অনেক সময় পিরিয়ড রক্তের রঙের (Period Blood Colour) কিছু রকমফেরও নজরে পড়ে। সব মেয়েদের পিরিয়ডে রক্তের রঙ লাল হয় না। অন্য রঙের রক্তও পিরিয়ডে দেখা যায়। ঋতুস্রাবের এই রঙই বলে দেবে কোনও মেয়ের বর্তমান শারীরিক অবস্থা কেমন।

পিরিয়ডের রক্তের রঙ অনেকের হয় গাঢ় লাল। তা আবার অনেকের কখনও খয়েরি, কখনও কালচে, কখনও আবার গোলাপি, কখনও অরেঞ্জ বা কখনও ধূসর রংয়ের হয়। প্রত্যেক ধরনের পিরিয়ড রক্তের রঙের আলাদা আলাদা অর্থ রয়েছে। অনেকের ক্ষেত্রে পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত বের হয়। সেটা সাধারণত স্বাভাবিক। হালকা ফ্লো-এর সময় গোলাপি বা হালকা রঙের রক্ত দেখা যেতে পারে। পিরিয়ডের শুরুতে বা শেষে বাদামি রক্ত বের হওয়াটাও সাধারণত স্বাভাবিক। চক্রের শেষের দিকে গাঢ় বাদামি বা কালো রক্ত দেখা যেতে পারে। পিরিয়ডের রক্তের রঙের পরিবর্তন দিয়ে বোঝা যায় চক্রের কোন পর্যায়ে কেউ রয়েছেন এবং অন্য কোনও স্বাস্থ্যজনিত উদ্বেগ আছে কিনা।

এক ঝলকে দেখে নিন পিরিয়ড রক্তের বিভিন্ন রঙের অর্থ কী —

উজ্জ্বল লাল- পিরিয়ডের রক্তের রঙ যদি উজ্জ্বল লাল হয়, তা হলে সেটা স্বাভাবিক। বুঝতে হবে শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুর দিকে উজ্জ্বল লাল রক্ত বের হয়।

গোলাপি- যদি পিরিয়ডের প্রথম দিন এই রঙের রক্ত বেরোয় তা হলে বুঝতে হবে কিছু সাধারণ ফ্লুইড মিশে রয়েছে। যা খুবই স্বাভাবিক। অবশ্য দুটো চক্রের মাঝে যদি এই রঙের রক্তপাত হয়, তা হলে তা প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। আবার অনেক সময় শরীরে হরমোনের মাত্রার হেরফেরের কারণেও এমনটা হতে পারে।

গাঢ় লাল- ব্লাড ক্লটের সঙ্গে গাঢ় লাল রক্ত সুস্থ জরায়ুর লক্ষণ। আবার যদি দেখেন থকথকে গাঢ় লাল রক্তপাত টানা বেশ কিছুদিন ধরে চলছে, তা হলে বুঝতে হবে আপনার ফাইব্রয়েডের সমস্যা হয়েছে।

কালচে লাল- পিরিয়ডের সময় কালচে লাল রঙের রক্ত দেখলে অনেকেই ভয় পেয়ে যান। এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। আগের চক্র বা এই চক্রের কিছু জমে থাকা রক্তের কারণে পিরিয়ডের রক্তের রঙ কালো হতে পারে।

কমলা – প্রেগন্যান্সির ১০-১৪ দিনের মাথায় কমলা রক্ত বের হতে পারে। আবার অনেক সময় কোনও সংক্রমণের কারণেও পিরিয়ডের রক্ত কমলা হতে পারে।

ধূসর – পিরিয়ডসের সময় ছাই রঙের রক্তও বের হতে পারে। সেক্ষেত্রে অনেকের সংক্রমণের জন্য এমনটা হয়। এই সংক্রমণগুলির মধ্যে রয়েছে ট্রিকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাগিনোসিস এবং কিছু যৌনবাহিত রোগ।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।