
শেষ কয়েক বছরে বেড়েছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। ডায়াবেটিস যেমন এখন ঘরে-ঘরে, তেমনই আগামিদিনে ঘরে-ঘরে খুঁজলে একজন ক্যানসার আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলে মত চিকিৎসক তথা বিশেষজ্ঞদের। মহিলাদের মধ্যে কিছু নির্দিষ্ট ক্যানসারের প্রকোপ ভীষণভাবেই বাড়ছে। এর মধ্যে রয়েছে স্তন ক্যানসার, জরায়ু ক্যানসার এবং জরায়ুমুখ ক্যানসার। এর জন্য কিছুটা দায়ী জিন; তবে তার সঙ্গে ভীষণভাবে সম্পর্ক রয়েছে জীবনযাত্রার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর মতে, বর্তমানে মহিলাদের মৃত্যুর যে সব কারণ রয়েছে, তার মধ্যে চতুর্থ অন্যতম কারণ হল জরায়ুমমুখ ক্যানসার (Cervical Cancer)। শুক্রবার, ২ ফেব্রুয়ারি ৩২ বছরের বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে হতবাক হয়েছেন অনেকেই।
জানুয়ারি মাস সার্ভাইক্যাল ক্যানসার সচেতনতার মাস। এই পুরো মাস জুড়েই জরায়ুমুখ ক্যানসার নিয়ে অনেক সচেতনতা প্রচার চলেছে। এই ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য, যদি তা সময়মতো ধরা পড়ে। আর এই ক্যানসারে মৃত্যুর কারণ মহিলারা নিজেরাই। কারণ তাঁদের অধিকাংশই নিজেরা সচেতন নন। নিজেদের তাঁরা অনেক বেশি অবহেলার মধ্যে রাখেন। রোগ লক্ষণ দেখা দেওয়ার পরও অতিরিক্ত অবহেলার জন্যই তাঁরা নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দেন।
জরায়ু মুখ ক্যানসার এবং এই রোগের ভ্যাকসিন সম্পর্কে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় চিকিৎসক ও কনসালট্যান্ট অঙ্কোলজিস্ট শঙ্কর নাথ (একদা আরজিকর মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ও বর্তমানে এশিয়াটিক সোসাইটির মেডিক্যাল সেক্রেটারি)-এর সঙ্গে।
TV9 বাংলা: HPV ভ্যাকসিন নেওয়া কেন জরুরি?
রোগ সারানো আর রোগ তাড়ানোর জন্য আমাদের চেষ্টা তো করতেই হবে। আমাদের শরীরে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে ভাইরাস তার অস্তিত্ব বজায় রাখতে না পারে। বা যদিও বজায় থাকে তাহলে যেন জোরদার আক্রমণ করতে না পারে। একে বলা হয় ‘প্রিভেনশন অফ ডিজ়িজ়’। রোগ তাড়াতে তাই আগে থেকে ভ্যাকসিন নিয়ে রাখা প্রয়োজন।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দায়ী জরায়ুমুখ ক্যানসারের জন্য। যেহেতু আমরা এই রোগের কারণ জানি, তাই প্রথম থেকেই একে আটকানোর ব্যবস্থা করতে হবে।
TV9 বাংলা: কোন বয়সে এই ভ্যাকসিন নিলে সবথেকে ভাল?
সহবাসের আগে এই ভ্যাকসিন নিলে সবথেকে ভাল। ৯-২৬ বছর বয়সের মধ্যে এই ভ্যাকসিন দেওয়া হয়। আদর্শ বয়স হল ১১-১২ বছর বয়স। ২টো ডোজ় ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নিতে হবে। বয়স বাড়লে ৩ টি ডোজ় দেওয়া হয়। যদি বিশেষ কোনও কারণ থাকে এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ মনে করেন, তাহলে ২৬-৪৫ এর মধ্যে নেওয়া যায়।
TV9 বাংলা: টিকা নিলেই কি এই ক্যানসার এড়ানো সম্ভব?
না, টিকা নিলে যে ক্যানসার হবে না এমনটা নয়। তবে জরায়ু মুখ ক্যানসারের প্রকোপ খানিকটা কমানো সম্ভব। এই HPV ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারে। ভাইরাসের মূল সংক্রমণ হয় সহবাস থেকে। অসুরক্ষিত যৌন সংসর্গ এড়িয়ে চলতে পারলেই ভাল।
TV9 বাংলা: কোন-কোন লক্ষণে বুঝবেন
সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বেশি হলে
সহবাসের পর তলপেটে ব্যথা করলে
সহবাসের পর রক্তপাত হলে
ইন্টার মেন্সট্রুয়াল পিরিয়ড অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে পিরিয়ড হলে
TV9 বাংলা: কাদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি?
জরায়ু মুখ ক্যানসারে আক্রান্তের পেছনে থাকে উদ্যম জীবনযাত্রা। যাদের একাধিক যৌন সঙ্গী থাকে, একাধিকবার যৌন সংসর্গ হয়, অসুরক্ষিত সেক্স, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, পিরিয়ডকালীন হাইজিন না মেনে চলা, মোট কথা নিজে পরিষ্কার না থাকলে এই ক্যানসারের সম্ভাবনা বাড়ে।
নিজেকে সুরক্ষিত রাখতে হলে যা কিছু মেনে চলতে হবে:
সুন্দর সুস্থ জীবনযাপন
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং সময় মতো তা পরিবর্তন
নিয়মিত সাবান দিয়ে স্নান
পরিচ্ছন্ন পোশাক পরা
সুষম আহার
ক্ষণে-ক্ষণে যৌনসঙ্গী পরিবর্তন করবেন না। যৌনতাকালে অবশ্যই কন্ডোমের ব্যবহার করুন। ওরাল সেক্স থেকে দূরে থাকুন।