AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liver Cancer: কর্কটরোগীদের মধ্যে শুধুমাত্র লিভার ক্যানসারেই মৃত্যু হবে ৫৫ শতাংশের: সমীক্ষা

Cancer: লিভার ক্যানসারের জন্য মূলত দায়ী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস। সেই সঙ্গে অতিরিক্ত পরিমাণ মদ্যপান, ওবেসিটি এবং টাইপ ২ ডায়াবেটিস বাড়িয়ে দিচ্ছে লিভার ক্যানসারের ঝুঁকি

Liver Cancer: কর্কটরোগীদের মধ্যে শুধুমাত্র লিভার ক্যানসারেই মৃত্যু হবে ৫৫ শতাংশের: সমীক্ষা
কেন বাড়ছে লিভার ক্যানসার
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 9:47 PM
Share

বিশ্বজুড়ে ক্রমেই জোরাল হচ্ছে ক্যানসারের থাবা। আগামী ২০ বছরের মধ্যে তা ভয়াল আকার ধারণ করবে। হেপাটোলজি জার্নালে প্রকাশিত একটি নতুত প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে- আগামী ২০ বছরে বাড়বে ক্যানসার আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তদের মধ্যে ৫৫ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হবে লিভার ক্যানসারে। ফ্রান্সের অন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের গবেষক ইসাবেল সোরজোমাতারাম যেমন বলেছেন- ‘বর্তমানে বিশ্বব্যাপী বিশাল বোঝার আকারে দেখা দিয়েছে এই লিভার ক্যানসার। এখন থেকেই যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু ঠেকানো যেতে পারে এই মারণ রোগকে। লিভার ক্যানসারের জন্য মূলত দায়ী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস। সেই সঙ্গে অতিরিক্ত পরিমাণ মদ্যপান, ওবেসিটি এবং টাইপ ২ ডায়াবেটিস বাড়িয়ে দিচ্ছে লিভার ক্যানসারের ঝুঁকি’।

ক্যানসারের উপর তৈরি ডেটাবেস GLOBOCAN-২০২০ থেকে তথ্য নিয়েই গবেষণার কাজ এদিয়েছেন গবেষকরা। সেই গবেষণায় ১৮৫ টি দেশের মোট ৩৬ রকম ক্যানসারের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই রিসার্চ থেকেই উঠে এসেছে বিশ্বব্যাপী যে ক্যানসারে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচাইতে বেড়েছে তা হল লিভার ক্যানসার। ২০৪০ সালে বিশ্বব্যাপী ক্যানসারে আক্রান্তের সংখ্যাটা হবে ভায়াবহ। প্রাপ্ত তথ্য থেকে দেখা গিয়েছে, ২০২০ সালে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৯,০৫,৭০০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮,৩০,২০০ জনের।

সেই প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে বর্তমানে ৪৬ টি দেশে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচাইতে বেশি। ক্যানসারে আক্রান্ত হওয়ার মূল তিন কারণের সঙ্গে যুক্ত হয়েছে অর্থনীতিও। যে দেশে আয় যত বেশি সেই দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যাও কিন্ত ততটাই বেশি। এই ৪৬ দেশে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক হলেও তালিকায় রয়েছে আরও কয়েকটি দেশ। মোট ১০০ টি দেশ রয়েছে এই তালিকায়। পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকাতে ক্যানসার আক্রান্তের হার সবচাইতে বেশি। সেই গবেষণা থেকেই গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে, আগামী ২০ বছরে আরও বাড়বে ক্যানসার আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ৫৫ শতাংশেরই মৃত্যু হবে লিভার ক্যানসারে।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।