Medicine Banned: ওষুধ খাচ্ছেন না বিষ! খাওয়ার আগে এই খবরটি পড়ে নিন

Medicine Banned: কেন বারবার গুণগুত মানে ফেল করছে বিবিধ জীবনদায়ী ওষুধগুলি? কোন কোন ক্ষেত্রে একটি ওষুধকে ভারতে নিষিদ্ধ করা হয়? কেন বারবার মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে?

Medicine Banned: ওষুধ খাচ্ছেন না বিষ! খাওয়ার আগে এই খবরটি পড়ে নিন

Oct 30, 2024 | 7:16 PM

কথায় বলে ‘যেমন রোগ তার তেমন দাওয়াই।’ অর্থাৎ সোজা কথায় বললে, যেমন অসুখ সেই অনুসারে ওষুধ প্রয়োজন। শরীরে অসুখ হলে, তা সারাতে সঠিক ওষুধ একমাত্র পথ। কিন্তু কঠিন রোগে সঠিক ওষুধ দিয়েও যদি কাজ না হয়, তখন? ধরুন আপনার খুব জ্বর হয়েছে। এমন জ্বর যা প্যারাসিটামল, অ্যান্টি বায়োটিক খেয়েও কমছে না। এদিকে ডেঙ্গি, ম্যালেরিয়া বা সম্ভাব্য অসুখের জন্য অনান্য সব টেস্ট করেও কোনও কিছুই ধরা পড়ছে না। এমন কিছু ঘটলেই আমরা ভাবি বোধহয় জ্বরের ভাইরাস বেশি শক্তিশালী। হয়তো কোনও জটিল রোগ হয়েছে, যা চিকিৎসকও ধরতে পারেছন না। এই ভেবেই অন্য চিকিৎসকের পরামর্শ নেন। এমন নয় যে চিকিৎসকেরা সব সময়ই সঠিক চিকিৎসা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে বিষয়টিতে চিকিৎসকের দোষ থাকে না এই ব্যাপারটিও সত্যি। আপনি বলবেন ‘ডাক্তার বাবু ওষুধ দিচ্ছেন, যে কোম্পানির, যে ওষুধ খাওয়াতে বলছেন তাই খাওয়ানো হচ্ছে।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন