মাতৃভাষা মরাঠি, তাতে কি! সোশ্যাল মিডিয়াতে তেলগু থেকে শুরু করে বাংলা ভাষায় গান গেয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। ২৫ টু ২৯- লং ডিসট্যান্স রিলেশনশিপ বজায় রাখা তরুণীদের কাছে তিনিই হলেন সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা। লিটল থিংসের কাব্যা হিসেবেই বেশি পরিচিত অভিনেত্রী মিথিলা পালকর। তাঁর স্টাইল, তাঁর কথা বলার মাধ্যমে অনেক আগেই মন কেড়েছে দর্শকের। সমাজ মাধ্যমে খুবই অ্যাকটিভ মিথিলা, শুধু তাই নয় একাধিক সমাজ সেবা মূলক কাজেও দেখা যায় তাঁকে। এবার মিথিলা নিলেন দারুণ একটি উদ্যোগ। মেয়েদের সচেতন করতে আর ট্যাবু ভাঙতে সোশ্যাল মিডিয়াতে বিশেষ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভেঙেছেন একাধিক মিথ।
মাসিক নিয়ে এখনও মেয়েদের মনে অনেক প্রশ্ন লুকিয়ে থাকে। ঋতুমতী অবস্থায় শরীরচর্চা আদৌ করা যায় কিনা এই নিয়ে রীতিমতো দুভাগ সোশ্যাল মিডিয়া। ইউটিউবে হাজার হাজার ভিডিয়ো থাকার পরও একাংশ শিক্ষিত মহিলার ধারণা পিরিয়ডের সময় যৌন মিলনেই গর্ভবতী হওয়ার আশঙ্কা থাকে। যদিও বিজ্ঞান কখনই এমন কথা বলে না। ভিডিয়োতে সেই সব বার্তাই আবারও দিয়েছেন মিথিলা। আজকাল প্রচুর অভিনেত্রীই এই বিষয়ে ভোকাল। বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ট্যাবু ভাঙতে এগিয়ে এসেছেন। মিথিলাও এই কাজের সঙ্গী। তুলে ধরলেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
পিরিয়ড মানেই নোংরা!
পিরিয়ড মানেই নোংরা, বিষাক্ত- কোনও কিছুই ছোঁওয়া যায় না , কোনও শুভ কাজে অংশ নেওয়াব যায় না এই ভাবনায় অনেকেই বিশ্বাসী আর এখনও তা মেনে চলেন। মূলত শরীরের দূষিত রক্ত, জরায়ু, টিস্যু, ডিম্বানু স্রাব হিসেবে বেরিয়ে আসে। আর তাই তা কোনও ভাবে নোংরা নয়।
পিরিয়ডের সময় শরীরচর্চা নয়
এই নিয়ে নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়াতে খুঁজলেই একাধিক মন্তব্য পাওয়া যায় এই বিষয়ে। মাসিক চললে ব্যায়াম করা যাবে না এমনটা কোথাও বলা নেই। বরং এই সময় যে ক্লান্তি থাকে, ট্র্যাম্প থাকে এসব দূর করতে হালকা ব্যায়াম, হাঁটা, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। এতে ব্যথা কমবে, মেজাজ ঠিক থাকবে আর কাজ করার মত প্রয়োজনীয় শক্তিও পাওয়া যাবে। এই সময় ব্যায়াম করলে অনেক রকম জটিলতাও দূর করা যায় সহজে। আর কোনও খাবার পিরিয়ড বন্ধ করে দিতে পারে না। মাসিক চলাকালীন বিভিন্ন খাবারের উপর নিষেধাজ্ঞা থাকে। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এমনকী কোথাও কিছু লেখাও নেই।
পিরিয়ডকালীন সেক্সে গর্ভবতী হতে পারেন না
পিরিয়ডের সময় যৌন মিলন থেকে গর্ভবতী হওয়ার কোনও রকম সম্ভাবনা থাকে না। তবে এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না। অনেকের এই সাইকেল ছোট হয়। দু দিনেই শেষ হয়ে যায়। পরিমাণেও কম হয়। আর তাই সেক্ষেত্রে তৃতীয় দিনে অসুরক্ষিত যৌন মিলন থেকে গর্ভবতী হওয়ার আশঙ্কা একটা থেকে যায়। কারণ একটা শুক্রাণু শরীরে ৩-৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর তাই পিরিয়ডের শেষদিন অসুরক্ষিত যৌন মিলনের আগে দু বার ভাবুন