AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: সাতদিনেই ব্রণের সমস্যা দূর করবে এই ওষুধ, বলছে পতঞ্জলির গবেষণা

Patanjali: পতঞ্জলি আয়ুর্বেদ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে যে যাঁরা নিয়ম মেনে সাত দিন ধরে এই ওষুধটি খেয়েছেন, তাঁদের মুখ থেকে ব্রণ প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সময়কালে কোনও রোগীর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

Patanjali: সাতদিনেই ব্রণের সমস্যা দূর করবে এই ওষুধ, বলছে পতঞ্জলির গবেষণা
| Updated on: May 27, 2025 | 9:09 PM
Share

নয়াদিল্লি: মুখময় ব্রণ। আর এই ব্রণের সমস্যার সমাধানে অনেক নামী-দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন। চিকিৎসক দেখিয়েছেন। কিন্তু, সমস্যা দূর হয়নি। যোগগুরু রামদেবের সংগঠন পতঞ্জলি বলছে, এই সমস্যা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। পতঞ্জলি একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছে। তাদের দাবি, মাত্র সাত দিনে ব্রণ দূর করা সম্ভব। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে এই ওষুধ শুধু কার্যকর নয়, পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এই ওষুধ ব্রণের সমস্যা সম্পূর্ণরূপে দূর করে বলে পতঞ্জলির দাবি।

পতঞ্জলির এই ওষুধ মূলত ত্বকের যত্নের জন্য আয়ুর্বেদিক প্রোডাক্ট। ‘দিব্য কান্তি লেপ’ এবং ‘নিম ঘন ভাতি’। ‘দিব্য কান্তি লেপ’ হল একটি ভেষজ পেস্ট যা মুখে লাগানো হয়। অন্যদিকে ‘নিম ঘন ভাতি’ ট্যাবলেট আকারে পাওয়া যায়, যা খাওয়া হয়। এই দুটি পণ্যের সংমিশ্রণ ত্বককে ভেতর এবং বাইরে থেকে পরিষ্কার করতে সাহায্য করে। যার ফলে ব্রণের সমস্যা কমে। এতে সম্পূর্ণ প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক ভেষজ ব্যবহার করা হয়েছে, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ব্রণের গোড়ায় আক্রমণ করে।

গবেষণায় যা জানা গিয়েছে-

সম্প্রতি, পতঞ্জলি আয়ুর্বেদ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে যে যাঁরা নিয়ম মেনে সাত দিন ধরে এই ওষুধটি খেয়েছেন, তাঁদের মুখ থেকে ব্রণ প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সময়কালে কোনও রোগীর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দাগ কমে গিয়েছে এবং মুখ আগের চেয়ে পরিষ্কার এবং উজ্জ্বল হয়েছে।

এই ওষুধে নিম্নলিখিত ভেষজগুলি রয়েছে-

  • নিম: ত্বক পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া মেরে ফেলে।
  • গুলঞ্চ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ত্রিফলা: শরীর থেকে বিষাক্ত পদার্থ মুক্ত করতে সাহায্য করে এবং রক্ত ​​পরিষ্কার করে।
  • মঞ্জিষ্ঠ:- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং দাগ দূর করে।
  • হলুদ: ব্যাকটেরিয়া নষ্ট করে এবং প্রদাহ কম করে।

কখন খাবেন ওষুধটি?

এই ট্যাবলেটটি দিনে দু’বার খেতে হবে। খাবার খাওয়ার পর জলের সঙ্গে খেতে হবে। ত্বকের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। যদি বাইরে যান, তাহলে মুখ পরিষ্কার করার পরই ওষুধ খান এবং সুষম খাবার খান। অতিরিক্ত ভাজা এবং তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।

যে কেউ কি এই ওষুধ ব্যবহার করতে পারবেন?

এই ওষুধটি সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক। ১৬ বছরের বেশি বয়সী যে কেউ এটি খেতে পারেন। তবে যদি কারও ত্বকের অ্যালার্জি, হরমোনজনিত সমস্যা কিংবা কোনও গুরুতর রোগ থাকে, তবে ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।