
কলকাতা: জীবনধারায় পরিবর্তন, কাজের চাপ, রাত জাগা, খাদ্যভাস পরিবর্তন-সহ একাধিক ছোট ছোট বদল প্রভাব ফেলতে পারে সাধারণের জীবনে। রিপোর্ট বলছে, এই সকল ‘বদ-অভ্যাস’ যেমন প্রভাব ফেলে একজন পুরুষের শরীরে, তেমনই প্রভাব ফেলে মহিলাদের উপরে। আর যার ফলাফল এতটাই ভয়ানক যে চিকিৎসা করাতে করাতে পকেট ফাঁকা হয়ে যায়। হরমোনের মধ্যে পরিবর্তন মহিলাদের ঠেলে দিতে পারে বন্ধ্যাত্বের দিকেও।
একটি পরিসংখ্যান অনুযায়ী, জন-বিস্ফোরণ হওয়া এই দেশে এবার কমছে জন্মহার। যা আগামী দশকগুলোর জন্য শঙ্কাজনক। আর এই জন্মহার কমারও একটা বড় কারণ, বন্ধ্যাত্ব। কিন্তু এই সমস্যা থেকে মুক্তির উপায় কী? মাতৃত্বের স্বাদ পেতে কি শেষমেশ বদলে ফেলতে হবে গোটা জীবন?
একদমই নয়। পতঞ্জলি বলছে, অশ্বগন্ধার গুণ দূর করতে পারে বন্ধ্যাত্বের সমস্যা। আর সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে অশ্বগন্ধা পাউডার। যা হরমোন-কেন্দ্রীক সমস্যার জন্য ব্যবহার করতে পারেন পুরুষরাও। তারা আরও জানিয়েছে, শুধুই অশ্বগন্ধা নয়, গর্ভবস্থার সম্ভবনা বৃদ্ধির খাতিরে সাহায্য করতে পারে শতভারি পাউডারও।
পতঞ্জলি তাদের গবেষণায় আরও জানিয়েছে, সাম্প্রতিককালে দেশে কমে যাওয়া জন্মহার। পুরুষ-মহিলাদের বাড়ন্ত বন্ধ্যাত্ব দূরীকরণে আরও তিনটি আয়ুর্বেদিক ওষুধ বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সেগুলি হল, দিব্যা পুষ্পাঞ্জলি কোয়াথ, দিব্যা চন্দ্রপ্রভা ভাতি, দিব্য যৌবনমৃত ভাতি। দুই পাউডার সঙ্গে এই তিন ওষুধ ছিটকে দিতে পারে অন্য যে কোনও রকমের চিকিৎসাকেও।