
বর্তমানে অত্যধিক পরিমাণে মানসিক চাপের কারণে বেড়ে চলেছে উচ্চ রক্তচাপের সমস্যা। যদিও এর পাশাপাশি অনিয়ন্ত্রন জীবনযাপনও দায়ী। কিন্তু সমস্যা হল, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের সমস্যা, স্ট্রোক, হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়। সুতরাং বুঝতেই পারছেন যে, এই অবস্থার যদি যত্ন না নেন তাহলে পরিণতি মৃত্যু হতে পারে। উচ্চ রক্তচাপ হল এমন একটি অবস্থা যেখানে ধমনীর দেওয়ালের বিরুদ্ধে রক্তচাপ খুব বেশি বেড়ে যায়। এর ফলে হৃদযন্ত্রের উপর চাপ পড়ে।
সমস্যা হল, খুব সহজে উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়ে না। অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়ার পর বেশির ভাগ মানুষ সচেতন হন। কিন্তু রক্তচাপ বেড়ে গেলে তার বেশ কিছু উপসর্গ দেখা দেয় শরীরে। তার মধ্যে অন্যতম উপসর্গ দেখা দেয় চোখে। চোখের সামনে যদি লাল দাগ দেখা দেয় তাহলে সর্তক হয়ে যান।
আসলে, বয়স বৃদ্ধির সঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যা বেশি দেখা দেয়। আর বয়স বাড়লে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। রক্তবহ নালীগুলিরও কার্যক্ষমতা কমে যায়। এই কারণে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়লে চোখের সামনে লাল দাগ দেখা দেয়। এছাড়াও উচ্চ রক্তচাপের প্রভাব দৃষ্টিশক্তির উপরও পড়ে।
হঠাৎ করে যদি চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এটাও উচ্চ রক্তচাপের ঝুঁকি হতে পারে। এর পাশাপাশি চোখ থেকে জল পড়ার সমস্যাও দেখা দেয়। চোখ যদি খুব লাল হয়ে যায় তাহলে এই লক্ষণ এড়িয়ে যাবেন না।
চোখে দেখা দেওয়া এই উপসর্গগুলো সম্পর্কে যদি প্রথমেই সতর্ক না হন, তাহলে এই সমস্যা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হল এমন একটি অবস্থায় যেখানে রক্তনালীগুলির দেওয়াল ঘন হয়ে যায় এবং রক্ত প্রবাহে বাধা পায়। এর ফলে রেটিনাও ফুলে যেতে পারে এবং রক্তনালীগুলো ফুটো হয়ে যেতে পারে।
চোখের লক্ষণগুলি ছাড়াও, উচ্চ রক্তচাপের অন্যান্য লক্ষণও রয়েছে যা একই ভাবে অবহেলা করা উচিত নয়। বুক ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্তপাত, বুকে, ঘাড়ে বা কানে ক্রমাগত ব্যথা হওয়া, তীব্র মাথাব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, ক্লান্তি উচ্চ রক্তচাপের অন্যতম উপসর্গ। এর মধ্যে যে কোনও একটি সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।