Health: মানসিক স্বাস্থ্য থেকে ক্যানসার চিকিৎসা, ৩০ বছর পূর্তিতে বড় পদক্ষেপ রুবি হাসপাতালের

Health: ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা পদ্ধতি উপলব্ধ হাসপাতালগুলির মধ্যে অন্যতম এটি। এই দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিশনারি অব চ্যারিটির সিস্টার মাইকেল এবং আদ্যাপিঠ দক্ষিণেশ্বরের বিবেক মহারাজ।

Health: মানসিক স্বাস্থ্য থেকে ক্যানসার চিকিৎসা, ৩০ বছর পূর্তিতে বড় পদক্ষেপ রুবি হাসপাতালের

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Apr 25, 2025 | 7:39 PM

দেখতে দেখতে ৩০ বছর পার। মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে অঙ্গীকার বদ্ধ ইস্টার্ন বাইপাসের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বেসরকারি হাসপাতালটি। আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৫ সালের ২৫ এপ্রিল সেই হাসপাতালের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। সেদিন শুধু মুনাফা কামানো নয়, একটা সুস্থ রাজ্যের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল এই হাসপাতাল। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমল দত্ত বলেছিলেন ২০২৫ সালের মধ্যে হাসপাতাল হয়ে উঠবে ক্যানসার চিকিৎসার অন্যতম কেন্দ্র। কথা হচ্ছে রুবি জেনারেল হাসপাতালের বিষয়ে।

৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা পদ্ধতি উপলব্ধ হাসপাতালগুলির মধ্যে অন্যতম এটি। এই দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিশনারি অব চ্যারিটির সিস্টার মাইকেল এবং আদ্যাপিঠ দক্ষিণেশ্বরের বিবেক মহারাজ। শ্রীমতী রুবি দত্তের সঙ্গেই যৌথভাবে তাঁরা হাসপাতালের দ্বিতীয় অত্যাধুনিক রেডিয়োথেরাপি মেশিনের উদ্বোধন করেন। ভেরিয়ান ট্রুবিম লিনিয়ার অ্যাক্সেলেটর মেশিন, ৩.০। এই মেশিনে আছে উন্নতমানের ক্যানসার ম্যাপিং সিস্টেম।

চিকিৎসক দত্ত জানান, চলতি বছরের জুন মাস থেকেই চালু হবে কলকাতার প্রথম ডিজিটাল পেট স্ক্যান। জানা যাচ্ছে এই পরিষেবা চালু হলে, আগে যেখানে পোষ্যদের সিটি স্ক্যান করতে সময় লাগত প্রায় ৩০ মিনিট সেখানে এই পরিষেবার ফলে সময় লাগবে মাত্র ৫ মিনিট। এই দুই মেশিনের ব্যবহার ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করবে বলে বিশ্বাস।

প্রসঙ্গত, এটি গোটা পূর্ব ভারতে একমাত্র হাসপাতাল যা ২০২১-২০২৫, টানা ৫ বছর, নিউজউইক ম্যাগাজিন, আমেরিকার ভারতের সেরা ৫০ হাসপাতালের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, আজকের দৌড় ঝাঁপের জীবনে ক্রমশ বাড়ছে মানসিক চাপ। তাই শরীরের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতেও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি মেন্টাল ওয়েলনেস ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। রুবি ২৪*৭ মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে অ্যাপয়েন্টমেন্ট। শুধু তাই নয় আদ্যাপীঠ আশ্রমের ৮৫০ অনাথ শিশুর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে অপারেশন বা অনান্য সব স্বাস্থ্যজনিত সমস্যা সমাধানের দায়িত্ব গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও গোটা বছর জুড়ে মানবকল্যাণের জন্য একাধিক পরিকল্পনা রয়েছে।