টিকাকরণের সাত-সতেরো, কী-কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

Sohini chakrabarty |

Mar 02, 2021 | 2:33 PM

টিকা নিলে অল্পবিস্তর পার্শ্বপ্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। তাই কোনও গুজবে কান দেবেন না। অযথা গুজব ছড়াবেন না।

টিকাকরণের সাত-সতেরো, কী-কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
ফাইল চিত্র।

Follow Us

দ্বিতীয় দফায় টিকাকরণ শুরু হয়েছে ভারতে। আপনার বয়স ৪৫ বছরের বেশি হলে এবং কোমর্বিডিটি থাকলে আপনি টিকা পেতে পারেন। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সীদের জন্য রয়েছে টিকাকরণের সুবিধা।

কী করতে হবে?

কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করলে তবেই আপনি টিকা পাবেন। সচিত্র পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। পছন্দের টিকাকরণ সেন্টার এবং তারিখ বেছে নিতে পারলেও, কোন টিকা আপনি পাবেন, তা বেছে নেওয়ার সুযোগ থাকবে না। সরকারের তরফে যে টিকা আপনাকে দেওয়া হবে, সেটাই নিতে হবে।

আরও পড়ুন- কোভ্যাকসিন-কোভিশিল্ড সকলের জন্য নয়, জেনে নিন কারা নেবেন না কোভিড ভ্যাকসিন

তবে টিকা নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই। টিকা নিলে অল্পবিস্তর পার্শ্বপ্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। তাই কোনও গুজবে কান দেবেন না। অযথা গুজব ছড়াবেন না। যদি কোনও ধরনের বাড়াবাড়ি হয়, তবে চিকিত্‍সকের পরামর্শ নিন, ভ্যাকসিন সাইটে যোগাযোগ করুন।

টিকার স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া-

১। ইঞ্জেকশন নেওয়ার জায়গায় ব্যথা ও চুলকানি হতে পারে।

২। ইঞ্জেকশন নেওয়ার জায়গা লাল হয়ে ফুলে যেতে পারে।

৩। কিছুক্ষণের জন্য শরীর আনচান করতে পারে। অর্থাৎ অস্থিরতা দেখা দিতে পারে।

৪। টিকাকরণের পর দুর্বলতা বা ক্লান্তিভাব থাকাও স্বাভাবিক।

৫। মাথা ব্যথা, জ্বর, গা গুলোনো বা বমি হতে পারে টিকা নিলে।

৬। গলা ব্যথা, নাক বন্ধ, সর্দি, শীত-শীত ভাব, এইসব সমস্যাও হতে পারে।

৭। টিকাকরণের পর গাঁটের ব্যথা, মাসল পেন হতে পারে।

এ বার দেখে নেওয়া যাক, তুলনায় অপরিচিত বিরূপ প্রতিক্রিয়াগুলি। মানে, টিকা নেওয়ার পরে কী কী হলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সতর্ক থাকবেন যে প্রতিক্রিয়ায়-

১। ঝিমিয়ে পড়া
২। খিদে কমে যাওয়া
৩। তলপেটে ব্যথা
৪। র‍্যাশ বেরোনো
৫। অতিরিক্ত ঘাম

এইসব লক্ষণ বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে কিংবা আরও বাড়াবাড়ি হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যালার্জি দেখা দিলে এবং তা নিয়ে বাড়াবাড়ি হলে হাসপাতালে যেতে পারেন। যোগাযোগ করতে পারেন ভ্যাকসিন সাইটের স্বাস্থ্যকর্মীর সঙ্গে। ফোন করতে পারেন +91-18001200124 এই টোল ফ্রি নম্বরে।

Next Article