Cholesterol: কোলেস্টেরল বেড়েছে? জানান দেবে চোখ ও ত্বকের কিছু পরিবর্তন

Cholesterol Symptoms: কোলেস্টেরল মূলত দুই প্রকার ভাল কোলেস্টেরল বা এইচ ডি এল ও খারাপ কোলেস্টেরল, তথা এলডি এল। ভালো কোলেস্টেরল কোনও ক্ষতি করে না, যত নষ্টের গোড়া হল এই খারাপ কোলেস্টেরল। শরীরে এর পরিমাণ বেড়ে গেলেই, যত বিপদ! এর সরাসরি প্রভাব পড়ে হার্টের উপর। কী করে বুঝবেন?

Cholesterol: কোলেস্টেরল বেড়েছে? জানান দেবে চোখ ও ত্বকের কিছু পরিবর্তন
কোলেস্টেরল

| Edited By: Sneha Sengupta

Sep 25, 2023 | 4:57 PM

যতদিন যাচ্ছে বাড়ছে কোলেস্টেরলের সমস্য়া। আগে একটা বয়সের পর কোলেস্টেরলের সমস্যা দেখা দিত। তবে এখন আর এই সমস্যা বয়স মানে না, কম বয়সেই কোলেস্টেরলের সমস্যা বাসা বাঁধছে মানুষের শরীরে। কোলেস্টেরল মূলত দুই প্রকার ভাল কোলেস্টেরল বা এইচ ডি এল ও খারাপ কোলেস্টেরল তথা এলডি এল। ভাল কোলেস্টেরল কোনও ক্ষতি করে না, যত নষ্টের গোড়া হল এই খারাপ কোলেস্টেরল। শরীরে এর পরিমাণ বেড়ে গেলেই যত বিপদ! এর সরাসরি প্রভাব পড়ে হার্টের উপর। তবে কী করে বুঝবেন বেড়েছে কোলেস্টেরল?

কোলেস্টের বাড়লে তা কিন্তু বিভিন্ন ভাবে জানান দেয়। যদিও অনেকেই এগুলিকে উপেক্ষা করে যান। জানেন কি কোলেস্টেরল বাড়লে কিছু পরিবর্তন ফুটে ওঠে মুখে। কী সেগুলি? জানুন…

কর্নিয়াল আর্কাস:
অনেকসময় দেখবেন কর্নিয়া আশেপাশে সাদা একটা বলয় দেখা যায়। এটিকে কর্নিয়াল আর্কাস বলা হয়। কোলেস্টেরলের মাত্রা বাড়লে এই সমস্যা দেখা যায়।

লিচেন প্ল্য়ানাস:
ত্বকের উপর এমনকি মুখের ভিতরেও অনেকসময় লাল-লাল ব়্যাশ দেখা দেয়। এটিও কোলেস্টেরল বাড়ার অন্যতম একটি সংকেত। কোলেস্টেরলের মাত্রা ভীষণভাবে বাড়লে এই ধরনের সমস্যা দেখা দেয়।

সোরিয়াসিস:
অনেকসময় ত্বকে লালা বা গোলাপি রঙের মোট প্যাচের মতো ছোপ দেখা যায়। ধীরে-ধীরে এটা কালো প্যাচে পরিণত হয়। এতে সোরিয়াসিস বলে। এটিও কোলেস্টেরল বাড়লে দেখা দেয়।

এক্সানথ্য়ালামাস:
অনেকেরই দেখবেন ত্বকের বিভিন্ন অংশে, বিশেষ করে চোখের পাতার চারপাশে হলুদ ছোট মাংস পিণ্ডর মতো গজায়। এটিকে এক্সানথ্য়ালামাস বলা হয়। কোলেস্টেরলের মাত্রা বাড়লে এই সমস্যা দেখা দেয়।

 

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।