
ধূমপায়ীদের সংখ্যা আগের তুলনায় অনেকখানি বেড়েছে। ধূমপানের প্রত্যক্ষ প্রভাবের থেকেও যে পরোক্ষ প্রভাব অনেক বেশি ক্ষতিকারক একথা একাধিকবার বলেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ই বায়ো মেডিসিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেই গবেষণায় বলা হয়েছে, থার্ডহ্যান্ড স্মোক ( THS) অর্থাৎ তামাকের ধোঁয়র মধ্যে যে অবশিষ্ক দূষক থাকে তা ধুলোর সঙ্গে পুরোপুরি মিশে যায় না। আর পোড়েও না। যে কারণে দীর্ঘদিন ধরে তা পড়ে থাকে মাটিতে যে কারণে তা ধূমপায়ী ও অধূমপায়ীদের মধ্যে একাধিক সমস্যা তৈরি করে। আর এই ধোঁয়া ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। সিগারেটের ধোঁয়ার মধ্যে যে বায়োমার্কার থাকে তা শরীরের জন্য একেবারে ভাল নয়। এখান থেকেই আসে ত্বকের একাধিক সমস্যা। গবেষক শেন সাকামাকি-চিং যেমন বলেছেন, এই THS ত্বকের সংস্পর্শে এলে সেখান থেকে প্রদাহদনিত সমস্যা হয়। যা ক্যানসারের অন্যতম কারণ। এছাড়াও এর মধ্যে থাকা বায়োমার্কার ক্যানসার, হার্টের সমস্যা এবং এথেরোস্ক্লেরোসিসের ( ধমনীর দেওয়ালে চর্বি জমে যাওয়া) কারণ হতে পারে।
সান ফ্রান্সিসকোতে চলা ওই গবেষণায় আরও দেখা গিয়েছে যাঁরা সরাসরি ধূমপানের সংস্পর্শে আসছেন অথচ নিজেরা ধূমপান করেন না তাঁদের পোশাকেও অনেকক্ষণ পর্যন্ত আটকে থাকছে ওই ধোঁয়ার কণা (Third-hand smoke)। ঘামের সঙ্গে তা মিশে আরও বেশি ক্ষতি করছে শরীরের। সেই পোশাক বেশিক্ষণ পরে থাকলে সেখান থেকে ত্বকের একাধিক সংক্রমণ আসতে বাধ্য়।
কারা পড়তে পারেন এই টিএইচএস এক্সপোজারের মধ্যে?
মাটিতে পড়ে থাকা সিগারেটের টুকরো হতে পারে এই ত্বকের সংক্রমণের অন্যতম কারণ। এছাড়াও কোনও ধূমপায়ীর গাড়ি যদি ব্যবহার করা হয় সেখান থেকেও হতে পারে সোরিয়াসিস। এমন কি কোনও ধূমপায়ী যদি হোটেলের রুমে ধূমপান করেন পরবর্তীতে যে ওই রুমে থাকতে আসেন তার ক্ষেত্রেও হতে পারে ত্বকের এমন সমস্যা। এই THS- (Third-hand smoke)সংক্রমণের শিকার যারা হয়েছিলেন গবেষণায় তাদের সকলেরই হার্টের সমস্যা, সোরিয়াসিস, ত্বকের সমস্যা এই সবেরও সম্ভাবনা থেকে যায়। যে ব্যক্তিদের উপর গবেষণাটি চালানো হয়েছিল তাঁদের পোশাকেও পাওয়া গিয়েছে টিএইচএসের টুকরো। এমনকী তাদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করে সেখানেও পাওয়া গিয়েছে অক্সিডেটিভ স্ট্রেসের চিহ্ন। তবে ইলেকট্রনিক সিগারেট থেকে কতখানি হতে পারে এই সংক্রমণ সেই বিষয়ে বিশদে গবেষণার কথা জানিয়েছেন গবেষকরা।