Gonorrhoea: ৩ গুণ বেড়েছে গনোরিয়ার সংক্রমণ! যৌনরোগকে আটকাতে বড় উদ্যোগ নিল ইংল্যান্ড

Gonorrhoea:সংক্রমিত হওয়ার ৩-৪ দিনের মধ্যেই দেখা যায় এই রোগের উপসর্গ। চিকিৎসার মাধ্যমে সুস্থ করা গেলেও একে আটকানোর কোনও উপায় জানা ছিল না। এবার সেই অসাধ্যকেই সাধন করে ফেলল চিকিৎসা বিজ্ঞান।

Gonorrhoea: ৩ গুণ বেড়েছে গনোরিয়ার সংক্রমণ! যৌনরোগকে আটকাতে বড় উদ্যোগ নিল ইংল্যান্ড

Aug 05, 2025 | 3:54 PM

গোটা বিশ্ব জুড়ে যে কটি গুপ্ত রোগ রয়েছে বা আরও ভালও ভাবে বললে যৌন রোগ রয়েছে তার মধ্যে অন্যতম হল গনোরিয়া। অত্যন্ত সংক্রমক, কেবল যৌন সঙ্গম নয়, এই রোগ ছড়ায় গভীর চুম্বন বা মুখমেহনের মাধ্যমেও। সংক্রমিত হওয়ার ৩-৪ দিনের মধ্যেই দেখা যায় এই রোগের উপসর্গ। চিকিৎসার মাধ্যমে সুস্থ করা গেলেও একে আটকানোর কোনও উপায় জানা ছিল না। এবার সেই অসাধ্যকেই সাধন করে ফেলল চিকিৎসা বিজ্ঞান।

বিশ্বের প্রথম গনোরিয়া টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল ইংল্যান্ডে। ব্রিটেন জানিয়েছে এই যৌনবাহিত রোগের (STI)-এর সংক্রমণের হার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাই দেশের বিভিন্ন যৌনস্বাস্থ্য ক্লিনিকে যোগ্য ব্যক্তিদের জন্য এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলেও জানিয়েছে সরকার।

ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার (DHSC) এই বছরের শুরুতে এই কর্মসূচি চালুর ঘোষণা করে। সংক্রমণের ক্রমবর্ধমান হার এবং গনোরিয়ার অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী প্রজাতি নিয়ে উদ্বেগের জেরে সিদ্ধান্ত।

এই টিকাকরণের লক্ষ্য সংক্রমণের বিস্তার রোধ করা। বর্তমানে বেশ কঠিন হয়ে উঠছে গনোরিয়া নিয়ন্ত্রণ। বিশেষত আজিথ্রোমাইসিন ও সেফট্রিয়াক্সোনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতার কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, ২০২০ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে গনোরিয়ার নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৮২.৪ মিলিয়ন। এতদিন যেভাবে চিকিৎসা করা হত গনোরিয়ার তাও দিনে দিনে অকার্যকর হয়ে পড়ছে। তাই টিকাদানে জোর দিচ্ছে সেই দেশের জনস্বাস্থ্য আধিকারিকরাও।

যুক্তরাজ্যের জনস্বাস্থ্য ও প্রতিরোধবিষয়ক মন্ত্রী অ্যাশলি ডালটন এক বিবৃতিতে বলেন, “ইংল্যান্ডে যৌনস্বাস্থ্য ক্লিনিকে গনোরিয়া টিকাদান কর্মসূচি চালু হওয়া একটি বড় সাফল্য। ভয়াবহ স্তরে পৌঁছে যাওয়া এই রোগের সংক্রমণ প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “এই সরকার পরিচালিত বিশ্বের প্রথম এই টিকাদান কর্মসূচি কেবল সংক্রমণের হার কমাবে না, পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধজনিত ঝুঁকিরও কার্যকর মোকাবিলা করবে।”

NHS-এর তথ্য অনুযায়ী, এই ঐতিহাসিক টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে। গনোরিয়ার সংক্রমণের হার রেকর্ড ভাঙছে। ২০২৩ সালে, ইংল্যান্ডে এই রোগের ৮৫,০০০টিরও বেশি সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়—যা ২০১২ সালের তুলনায় তিন গুণ বেশি।