Vaginal Discharge: যোনি থেকে সাদার পরিবর্তে হলুদ বা সবুজ স্রাব নির্গত হচ্ছে? দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন, নইলে বিপদ

Women Health: বাদামী স্রাব অনিয়মিত পিরিয়ডসের কারণ হতে পারে। যদি প্রায়শই বাদামী রঙের স্রাব দেখা যায় তাহলে সাবধান। জরায়ুতে কোনও সংক্রমণ হলে বা টিউমার হলে সেখান থেকে হতে পারে। এছাড়াও এই বাদামী স্রাব হল অনিয়মিত পিরিয়ডের লক্ষণ

Vaginal Discharge:  যোনি থেকে সাদার পরিবর্তে হলুদ বা সবুজ স্রাব নির্গত হচ্ছে? দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন, নইলে বিপদ
সুস্থ থাকতে যা কিছু মেনে চলবেন

| Edited By: রেশমী প্রামাণিক

May 15, 2023 | 3:00 PM

যোনি স্রাব মহিলাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যোনি আমাদের খুবই স্পর্শকাতর একটি অঞ্চল। এখানের যে কোষস্তর থাকে তাও খুব পাতলা। যোনিপথের এই সব কোষকে সুস্থ রাখতে গুরুত্ব রয়েছে যোনিস্রাবের। যোনিপথের শুষ্কতা দূর করে তৈলাক্তভাব বজায় রাখতে গুরুত্ব রয়েছে যোনিস্রাবের। আর এই যোনিস্রাবের কারণে যোনিপথও পরিষ্কার থাকে। তবে এই যোনিস্রাব যদি খুব বেশি আঠালো, চটচটে, দুর্গন্ধ যুক্ত হয় তাহলে সাবধান। এর সঙ্গে রং পরিবর্তন হলে আরও বেশি সতর্ক হতে হবে। যৌন স্বাস্থ্য কতটা সুরক্ষিত রয়েছে তা বোঝা যায় এই যোনিস্রাবের মাধ্যমেই। যোনিস্রাব যদি হলুদ বা সবুজ রঙের হয় এবং সেই সঙ্গে দুর্গন্ধ যুক্ত হয় তাহলে অতি অবশ্যই বেশ কিছু সাবধানতা মেনে চলতে হবে। এর আগে পরামর্শ নিতে হবে চিকিৎসকের।

যোনি থেকে ঘন ঘন সাদা স্রাব হওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। এর সঙ্গে জ্বালাপোড়া ভাব, চুলকানি এং অস্বস্তির অনুভূতি থাকে তাহলে সাবধান। তা হতে পারে সংক্রমণের লক্ষণ।

যোনি থেকে হলুদ আঠালো পদার্থ বের হওয়া একেবারেই স্বাভাবিক নয়। এই ধরনের স্রাব ব্যাকটেরিয়া সংক্রমণের ইঙ্গিত। তাই হলুদ স্রাব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

বাদামী স্রাব অনিয়মিত পিরিয়ডসের কারণ হতে পারে। যদি প্রায়শই বাদামী রঙের স্রাব দেখা যায় তাহলে সাবধান। জরায়ুতে কোনও সংক্রমণ হলে বা টিউমার হলে সেখান থেকে হতে পারে। এছাড়াও এই বাদামী স্রাব হল অনিয়মিত পিরিয়ডের লক্ষণ। পরবর্তীতে সেখান থেকে জরায়ু ক্যানসারও হতে পারে।

অস্বাভাবিক স্রাবের মধ্যে সবুজ স্রাবও অন্তর্ভুক্ত। অধিকাংশ ক্ষেত্রে তা হল ব্যাকটেরিয়াল সংক্রমণের লক্ষণ। যদি কোনও কারণে জরায়ুতে সংক্রমণ হয় তাহলে সেখান থেকে এরকম অস্বাভাবিক সবুজ স্রাব হতে পারে। একদিন হলেই আগে চিকিৎসকের কাছে যান।