Breast Cancer: ক্যানসার নয় ভুল ব্রা পরলে আসলে বাড়ে এইসব রোগের ঝুঁকি!

Health News: চিকিৎসকরা বলছেন মহিলাদের কাছে এটা একটা যুদ্ধের মতো। এই অভ্যাস অত্যন্য কষ্টদায়কও। কাঁধে বা পিঠে কেটে যেতে পারে বা লাল দাগ হয়। ভুল মাপের বা ভুল ধরনের ব্রা পরলে পিঠের ব্যথা থেকে রক্তসঞ্চালনে সমস্যা তৈরি হতে পারে।

Breast Cancer: ক্যানসার নয় ভুল ব্রা পরলে আসলে বাড়ে এইসব রোগের ঝুঁকি!
Image Credit source: Maria Legoshina/Moment/Getty Images

Aug 12, 2025 | 3:03 PM

বাড়ির বাইরে বেরোলে পুরুষ-মহিলা সকলকেই অন্তর্বাস পরতেই হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে টাইট অন্তর্বাস বা ব্রা পরার অভ্যেস রয়েছে। একদিকে ব্রা না পরে বেরোনো যায় না। অন্যদিকে সারা দিনরাত টাইট অন্তর্বাস পরে থাকাটা খুব একটা কাজের কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘক্ষণ যদি অন্তর্বাসের তলায় উচ্চ চাপের মধ্যে থাকে মহিলাদের স্তন তাহলে, তা শরীরের জন্য ভাল নয়।

এই বিষয়ে একটা ধারণা সেই ১৯৯০ সাল থেকে প্রচলিত, তা হল দীর্ঘক্ষণ বেশি টাইট অন্তর্বাস পরে থাকলে ক্যানসার হতে পারে। স্তন ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে এই অভ্যাস। যদিও চিকিৎসকদের মতে বিষয়টি সম্পূর্ণ গুজব। এমন কিছু ঘটে না। তবে অনান্য স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। কী সেগুলি?

চিকিৎসকরা বলছেন মহিলাদের কাছে এটা একটা যুদ্ধের মতো। এই অভ্যাস অত্যন্য কষ্টদায়কও। কাঁধে বা পিঠে কেটে যেতে পারে বা লাল দাগ হয়। ভুল মাপের বা ভুল ধরনের ব্রা পরলে পিঠের ব্যথা থেকে রক্তসঞ্চালনে সমস্যা তৈরি হতে পারে।

প্রসঙ্গত, এই অন্তর্বাস পরার ফলে ক্যানসারের গুজবের শুরু ১৯৯৫ সালে। ‘ড্রেসড টু কিল’ নামের একটি বইতে লেখক সিডনি রস সিঙ্গার রিসমাইজার অনুমান করেন ব্রা, বিশেষ করে আন্ডারওয়্যার ব্রা, লিম্ফ্যাটিক প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে টক্সিন স্তনের টিস্যুতে আটকে গিয়ে ক্যানসার হতে পারে।

যদিও এটি ছিল সম্পূর্ণ অনুমান। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। হয়নি কোনও গবেষণা। কিন্তু এই তত্ত্ব দাবানলের মতো ছড়িয়ে পড়ে, চিকিৎসাবিজ্ঞানে কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও।

গবেষণা কী বলছে?

২০১৪ সালে সিয়াটলের ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টার একটি গবেষণা করে। ক্যানসার এপিডেমোলজি, বায়মার্কাস এবং প্রিভেনশন জার্নালে প্রকাশিত এই গবেষণায় ১,৫০০-রও বেশি নারী অংশ নেন। যাদের কেউ ক্যানসার আক্রান্ত নয়।

ওই গবেষণায় দেখা যায় ব্রা পরার ধরন, সময় বা আঁটসাঁটভাব কোনওটাই স্তন ক্যানসারের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় না। প্রধান গবেষক ড. লু চেন বলেন, “আমাদের গবেষণায় এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ব্রা পরা পোস্টমেনোপজাল নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।”

একই মত আমেরিকান ক্যানসার সোসাইটি, ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ও ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার।

অন্তর্বাস পরার ফলে কী প্রভাব পড়ে?

চিকিৎসদের মতে আঁটসাঁট বা ভুল মাপের ব্রা ক্যানসারের কারণ নয় ঠিকই তবে অনান্য দীর্ঘস্থায়ী রোগের কারণ য়ে দাঁড়ায়। যার মধ্যে একটি হল দীর্ঘস্থায়ী ঘাড় ও পিঠের ব্যথা। এমনকি ভুল ব্রা পরার জন্য পিঠে দাগ, শরীরের ভঙ্গি বদলে যাওয়ার ঘটনাও দেখা গেছে। যা পিঠে এবং কাঁধের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।