টাইট অন্তর্বাস পরেন? জানেন কি সাঙ্ঘাতিক প্রভাব পড়ছে আপনার পুরুষাঙ্গে?

Mar 17, 2025 | 8:28 PM

Male Infertility: ভালো মানের বীর্য উৎপাদনের জন্য পুরুষাঙ্গ ঠান্ডা থাকাটা জরুরি। টাইট অন্তর্বাস পরে দীর্ঘদিন দীর্ঘক্ষণ কাটালে পুরুষাঙ্গ গরম হয়ে যায়। সেই উচ্চ তাপমাত্রার পরিবেশ আপনার বীর্য উৎপাদনকেও প্রভাবিত করে।

টাইট অন্তর্বাস পরেন? জানেন কি সাঙ্ঘাতিক প্রভাব পড়ছে আপনার পুরুষাঙ্গে?

Follow Us

অন্তর্বাস পরার বিষয়টা একদমই ব্যক্তিগত। প্রত্যেকের এই বিষয়ে নিজস্ব একটা পছন্দ রয়েছে। কেউ বেশি টাইট অন্তর্বাস পছন্দ করেন তো কেউ আবার পছন্দ করেন একটু হালকা চাপের অন্তর্বাস। এই প্রবণতা পুরুষদের মধ্যেও একই রকম। বিশেষ করে ছেলেদের মধ্যে টাইট অন্তর্বাস পরার চল একটু বেশি। তবে এই অভ্যাস কিন্তু ডেকে আনছে বড় বিপদ। গভীর প্রভাব পড়তে পারে আপনার যৌন জীবন। কী ভাবে? তাই খোলসা করেছেন প্রজনন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৌমিতা নাহা।

তিনি জানান, নিয়মিত যে সব পুরুষরা টাইট অন্তর্বাস পরেন, তাঁদের বীর্য উৎপাদনে কুপ্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে বীর্যের মান। পুরুষদের প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব পড়ছে। যে যে কারণে এই ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হল টাইট অন্তর্বাস পরা। ভালো মানের বীর্য উৎপাদনের জন্য পুরুষাঙ্গ ঠান্ডা থাকাটা জরুরি। টাইট অন্তর্বাস পরে দীর্ঘদিন দীর্ঘক্ষণ কাটালে পুরুষাঙ্গ গরম হয়ে যায়। সেই উচ্চ তাপমাত্রার পরিবেশ আপনার বীর্য উৎপাদনকেও প্রভাবিত করে।

তাই মৌমিতা নাহার পরামর্শ, পুরুষাঙ্গকে সব সময় ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করুন। পেশাগত কারণে যাঁদের অত্যন্ত হিট এক্সপোজারের মধ্যে থাকতে হয় তাঁদের আরও সাবধান হওয়া উচিত। যেমন যাঁদের এই গরমে রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, কোনও কল কারখানায় আগুনের সামনে কাজ করতে হয় এমন ব্যক্তি। মনে রাখবেন পুরুষদের বীর্য উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাই বেশি গরম পরিবেশে দীর্ঘক্ষণ থাকতে হলে মাঝে মাঝে পুরুষাঙ্গে জল দিয়েও আসতে পারেন। এতে উপকার হবে।