
করোনা মহামারীর পর থেকে বিশ্বজুড়ে একের পর এক ভাইরাসের দাপট বাড়ছে। এখনও কোভিড পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যে বার্ড ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং ভারতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে। এদিকে, ওয়েস্ট নাইল ভাইরাসও একটি নতুন হুমকি হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। ইজরায়েলে এই ভাইরাসে আক্রান্তের হার দ্রুত বাড়ছে। পরিস্থিতি এমন যে, গত কয়েক দিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। ওয়েস্ট নাইল একটি নতুন ভাইরাস নয়, তবে যেভাবে আক্রান্ত বাড়ছে এবং মানুষ মারা যাচ্ছে তাতে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইজরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাস- ইজরায়েলের অনেক শহরে ওয়েস্ট নাইল জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। মে থেকে সংক্রামিত রোগীর সংখ্যা ৩০০ ছুঁয়েছে। ইতিমধ্যে ১৫ রোগীর মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ রোগীর অবস্থা আশঙ্কাজনক। ইজরায়েলে এই ভাইরাসের ক্রমবর্ধমান বৃদ্ধিতে সে দেশের স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে এবং এটি প্রতিরোধে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কীভাবে ছড়ায় এই প্রাণঘাতী ভাইরাস?
যশোদা হাসপাতাল কৌশাম্বির সিনিয়র কনসালটেন্ট ডাঃ ছাভি গুপ্তা বলেন, পাখিদের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস পাওয়া যায়। একটি মশা যখন একটি সংক্রামিত প্রাণীকে কামড়ায়, তখন এই ভাইরাসটি তার মধ্যে প্রবেশ করে। ওয়েস্ট নাইল ভাইরাস মানুষকে সংক্রমিত করে যখন মশা মানুষকে কামড়ায়। সংক্রমণের পর এই ধরনের লক্ষণ দেখা যায়।
ওয়েস্ট নাইল ভাইরাসের উপসর্গ
১. অতিরিক্ত জ্বর,
২. প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে
৩. দুর্বলতা
৪. জয়েন্ট এবং পেশীতে ব্যথা
৫. ত্বকের ফুসকুড়ি
কীভাবে রক্ষা করবেন?
১. মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন। মশার তেল বা কয়েল ঘর্ ব্যবহার করুন।
২. লম্বা হাতা শার্ট এবং লম্বা প্যান্ট পরুন
৩. সন্ধ্যায় ঘরের বাহিরে বা মশা-আক্রান্ত স্থানে যাওয়া এড়িয়ে চলুন
৪. জানালা এবং দরজায় পর্দা লাগান।