
বর্ষাকাল বা শীতকাল এলেই বাড়ির শিশুরা সর্দি-কাশিতে ভোগে। রাতভর কাশি থামছেই না, খাওয়ার সময় গলা ব্যথা করছে—এমন পরিস্থিতিতে বাবা-মায়ের চিন্তার শেষ নেই। সাধারণত অনেকেই তাড়াহুড়ো করে বাজারচলতি কাফ সিরাপ খাওয়ান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ছোটদের জন্য এই অভ্যাস সবসময় নিরাপদ নয়। বরং প্রাচীনকাল থেকেই সর্দি-কাশির ঘরোয়া প্রতিকারই শিশুদের আরামে সাহায্য করে এসেছে। ঘরেই থাকা কয়েকটি উপাদানই হয়ে উঠতে পারে শিশুর ছোটখাটো অসুখের ভরসা। সম্প্রতি মধ্যপ্রদেশ-রাজস্থানে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে কাফ সিরাপ খেয়ে। তারপর কাঠগড়ায় কাফ সিরাপ, জারি হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকা। ২ বছরের কম বয়সী শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মধু গলা নরম করে কাশি প্রশমিত করে।
আদার রসের সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে সামান্য মধু দিলে শিশুর গলার জ্বালা কমে যায়।
গরম জলে ভাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হবে, নাকের বন্ধভাব দূর করবে।
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রাতে গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে দেওয়া যায়।
নাক বন্ধ থাকলে স্যালাইন ড্রপ শিশুদের সহজে শ্বাস নিতে সাহায্য করে।
গরম জল বা স্যুপ কাশি কমানোর পাশাপাশি শিশুকে আরাম দেয়।
সাবধানতা