Diabetes: ভারতে কোথায় কোথায় সুগারের প্রভাব বেশি? চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

Health News: এই গবেষণা থেকে পরিষ্কার হয়ে যায় কী ভাবে দেশের জনসংখ্যার বয়স বাড়ার বাড়ার সঙ্গে কীভাবে মধ্যবয়সী ও প্রবীণদের মধ্যে ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।

Diabetes: ভারতে কোথায় কোথায় সুগারের প্রভাব বেশি? চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

Aug 10, 2025 | 6:38 PM

‘লংগিচুডিনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া’ (LASI)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে প্রায় পাঁচ জনের মধ্যে একজন ডায়াবেটিসে রোগী ছিলেন। তার থেকেও বড় কথা হল এই পাঁচজনের মধ্যে দু’জন সম্ভবত তাঁদের অসুস্থতা সম্পর্কে অবগতই ছিলেন না। এই গবেষণা দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত হয়েছে।

এই গবেষণা থেকে পরিষ্কার হয়ে যায় কী ভাবে দেশের জনসংখ্যার বয়স বাড়ার বাড়ার সঙ্গে কীভাবে মধ্যবয়সী ও প্রবীণদের মধ্যে ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।

গবেষণায় আরও দেখা যায়, ২০১৭-২০১৯ সালের মধ্যে (ওয়েভ ১) প্রায় ৬০,০০০ জন ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় সমান (প্রায় ২০ শতাংশ)। আর শহুরে এলাকায় এর প্রাদুর্ভাব গ্রামীণ এলাকার তুলনায় দ্বিগুণ।

যদিও ৪৫-এর বেশি বয়সী ডায়াগনোসড ভারতীয়দের অর্ধেকই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সফল। মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত গবেষণা দলের গবেষণায় দেখা গেছে, যারা ডায়াবেটিস সম্পর্কে সচেতন ছিলেন তাদের মধ্যে ৪৬ শতাংশ রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। একই বছরে প্রায় ৬০% তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। মাত্র ৬% কার্ডিওভাসকুলার ঝুঁকি কমাতে লিপিড-লোয়ারিং ওষুধ গ্রহণ করছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে বেশি উন্নত রাজ্যগুলিতে ডায়াবেটিসের প্রাদুর্ভাবও বেশি। প্রায় এক-তৃতীয়াংশ বা তারও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

গবেষকরা লিখেছেন, “আমাদের গবেষণা মধ্যবয়সী ও প্রবীণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব, সচেতনতা, চিকিৎসা এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত জাতীয় ও রাজ্যভিত্তিক আপডেটেড তথ্য সরবরাহ করে। যেখানে গ্লাইকেটেড হিমোগ্লোবিন (HbA1c) মাত্রা ব্যবহার করা হয়েছে।” তারা আরও জানান, “প্রায় প্রতি পাঁচ জনে একজন (৫০.৪ মিলিয়ন ব্যক্তি) ডায়াবেটিসে আক্রান্ত, রাজ্যভেদে এই হার ব্যাপকভাবে ভিন্ন এবং শহরে ডায়াবেটিসের হার গ্রামীণের তুলনায় দ্বিগুণ।”

গবেষকদের মতে, “ভারত এখনও এমন একটি পুষ্টিগত পরিবর্তনের পর্যায়ে রয়েছে যেখানে উচ্চ সামাজিক-অর্থনৈতিক শ্রেণিতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব সর্বাধিক। এই ফলাফল ইঙ্গিত দেয় যে, আগামী বছরে মধ্যবয়সী ও প্রবীণদের মধ্যে ডায়াবেটিসের মোট সংখ্যা বাড়তে থাকবে।”