Drooling causes: ঘুমের সময় মুখ দিয়ে কি লাল ঝরে? সাবধান হন, চিকিৎসকের কাছে যান এখনই!

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 09, 2022 | 1:04 PM

Is drooling normal for adults: কিছু ক্ষেত্রে গুরুতর স্নায়ুর সমস্যা থাকলে সেখান থেকেও মুখ দিয়ে লালা পড়ার মত সমস্যা হয়। তখন মুখের পেশী নিয়ন্ত্রণ করা একেবারেই কঠিন হয়ে পড়ে...

Drooling causes: ঘুমের সময় মুখ দিয়ে কি লাল ঝরে?  সাবধান হন,  চিকিৎসকের কাছে যান এখনই!
অবহেলা না করে সাবধান হন

Follow Us

ঘুমের সময় মুখ দিয়ে অনেকেরই লালা পড়ে। শিশুদের ক্ষেত্রে ২ বছর বয়স পর্যন্ত তা খুবই স্বাভাবিক। কারণ এই দু বছরের মধ্যে মুখের চারপাশের পেশীর মধ্যে স্বাভাবিক নিয়ন্ত্রণ গড়ে ওঠে না। যে কারণে লালা বেশি পড়ে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যদিও ঘুমের মধ্যে এই লালা পড়া স্বাভাবিক ঘটনা বলেই ধরে নেওয়া হয়। তবে সমস্যাটি যদি দীর্ঘদিন ধরে থেকে যায় এবং ঘুমের সময় মুখ দিয়ে লালার পরিমাণ বেশি হয় তাহলে সেরিব্রাল পালসি বা পারকিনসন্স রোগ বলে ধরে নেওয়া হয়। কিছু ক্ষেত্রে তা স্নায়ুর সমস্যা জনিত কারণ হিসেবেও হতে পারে।

কেন ঘুমনোর সময় মুখ দিয়ে লালা ঝরে?

ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, অনেক সময় তা খাবার খাওয়ার ধরন থেকেও হতে পারে। তখন গিলতে অসুবিধে হয়, পেশী নিয়ন্ত্রণে সমস্যা হয় এখান থেকেও অতিরিক্ত লালা তৈরি হতে পারে। ঘুমের অবস্থান, খাবারও কিন্তু এর নেপথ্য কারণ হতে পারে। কিন্তু মুখ দিয়ে এই লালা পড়া পাঁচটি গুরুত্বপূর্ণ রোগ- সমস্যার দিকেই ইঙ্গিত দেয়।

স্নায়ুর সমস্যা

কিছু ক্ষেত্রে গুরুতর স্নায়ুর সমস্যা থাকলে সেখান থেকেও মুখ দিয়ে লালা পড়ার মত সমস্যা হয়। তখন মুখের পেশী নিয়ন্ত্রণ করা একেবারেই কঠিন হয়ে পড়ে। যে কারণে মুখ থেকে লালা ঝরতে শুরু করে। আর এই সমস্যাগুলির মধ্যে রয়েছে
স্ট্রোক
সেরিব্রাল পালসি
পারকিনসন্স
অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS)
একাধিক স্ক্লেরোসিস (এমএস)
ডাউন সিনড্রোম
অটিজম

সংক্রমণ

অনেক সময় শরীরে যদি কোনও সংক্রমণ হয় তাহলে সেখান থেকেও মুখ দিয়ে লাল পড়তে পারে। যদি গলা ব্যথা বা মনোনিউক্লিওসিস, সাইনাস সংক্রমণ, টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস এই সব সমস্যা থাকে সেখান থেকেও মুখ দিয়ে লালা ঝরে। টনসিলাইটিস হলে তা ঘাড় এবং বুকে ছড়িয়ে পড়ে। সেখান থেকেও হয় সংক্রমণজনিত সমস্যা। যাঁদের টনসিলের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রেও এই একই সমস্যা হতে পারে। সাধারণ সময়েও তাঁদের মুখ দিয়ে লালা ঝরে।

অ্যালার্জি

কোনও খাবার, তুলো বা অন্য কোনও কিছুতে যদি অ্যালার্জি থাকে সেখান থেকেও হতে পারে এই সমস্যা। অ্যালার্জি থাকলেই মুখ দিয়ে লালা পড়বে। অ্যালার্জি হলে লালাগ্রন্থিতে প্রচুর পরিমাণ লালা তৈরি হয়। এর মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থও বেরিয়ে যায়।

অ্যাসিডিটি

অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, ভিতরে ভিতরে অ্যাসিড হচ্ছে, মুখ অজান্তেই টক হয়ে যাচ্ছে তাহলে মুখ থেকে লালা পড়তে পারে। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বেশি থাকলেও এমনটা  হতে পারে।

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD)

GERD হল এমন একটি সমস্যা যেখানে হজমে সাহায্যকারী অ্যাসিডগুলি আমাদের খাদ্যনালীতে প্রবাহিত হয়। এতে খাদ্যনালীর আস্তরণে ক্ষতি হয়। তখন মনে হয় গলার সামনে কিছু একটা জমে আছে। কাঁটার মত বিঁধছে। যে কারণে খাবার গিলতে সমস্যা হয়। গলার মধ্যে এরকম অস্বস্তি থাকলে খেতে সমস্যা হয়। এর ফলে বমি যতক্ষণ অবধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না।

কেন সময়ে চিকিৎসা করাবেন?

স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলেও মুখ দিয়ে লালা পড়তে পারে। আর তাই আগে থেকেই সতর্ক হতে হবে। সেই সঙ্গে সময়মতো চিকিৎসাও প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই সমস্যা ফেলে রাখেন তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থেকে যায়।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Next Article