স্কুল থেকে বন্ধুত্ব, তারপরই প্রেম-ভালবাসা, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এমন প্রেমের কাহিনি বেশ পরিচিত। স্কুল থেকে বন্ধুত্ব, প্রেম হওয়া সত্ত্বেও অনেক সম্পর্ক বেশি দূর এগোয় না। বিবাহ বিচ্ছেদের ঘটনাও এখন বেশ পরিচিত। অনেক সময় আবার প্রথম দেখাতেই প্রেম তারপরই বিয়ের পর একসঙ্গে কাটিয়ে দেন আজীবন।আবার ২২ বছর বিবাহিত জীবন কাটিয়ে দেওয়ার পর সম্পর্কে ভাঙন দেখা যায়। এমন ঘটনাও অস্বাভাবিক নয়। জ্যোতিষীদের মতে, প্রেম ও বিবাহ গোটাটাই রাশিচক্রের মধ্যে বিদ্যমান। রাশি মেনে জীবনসঙ্গী বেছে নিলে সারাজীবন সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে। অটুট থাকে সারাজীবন।
যদি প্রেম-বিবাহ রাশিচক্রের বিপরীতে ঘটে তাহলে বিবাহিত জীবনে ধেয়ে আসতে পারে সমস্যা ও অশান্তি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। ৮ ফেব্রুয়ারি হল প্রোপোজ ডে। তাই এদিন যদি নিজের সঙ্গীকে নিজের মনের কথা জানাতে চান. তাহলে সঙ্গীর রাশি কী, তা একবার জেনে নিতে পারেন। কারণ জীবনসঙ্গী বেছে নেওয়া কি মুখের কথা। তাই রাশি মেনে কোন কোন রাশির জন্য কোন সঙ্গী সবচেয়ে শুভ? জানুন এখানে…
রাশিচক্র অনুযায়ী কোন সঙ্গী কোন রাশির জন্য ভাল…
মেষ রাশির জাতকদের জন্য ভাল জীবনসঙ্গী হলেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী হল কন্যা রাশির জাতক জাতিকারা।
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভাল জীবনসঙ্গী হল তুলা রাশির জাতক-জাতিকা।
কর্কট রাশির জাতকদের জন্য ভাল সঙ্গী হলেন মীন রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতকদের জন্য দারুণ জীবনসঙ্গী।
কন্যা রাশির জাতকদের জন্য ভাল সঙ্গী মেষ রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সঙ্গী হতে পারে।
সিংহ রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সঙ্গী।
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল জাতক-জাতিকা হল সিংহ রাশির জাতক-জাতিকা।
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সঙ্গী হলেন বৃষ ও কর্কট।
কুম্ভ রাশির জাতকদের জন্য মেষ একটি ভাল সঙ্গী।
মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশি ভাল সঙ্গী।