Effect of eclipse: পুজোর মাসেই শেষ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ! এই ১৫ দিন অতিসতর্ক থাকুন এই ৪ রাশির জাতকরা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 21, 2023 | 6:40 PM

Zodiac Signs: এ বছর শেষ ও দ্বিতীয় সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই অক্টোবরেই। অক্টোবরেই রয়েছে বাঙালির বিশেষ ও সবচেয়ে বড় দুর্গাপুজো। ফলে অক্টোবর মাসটি যে অন্যান্য মাসের চেয়ে আলাদা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Effect of eclipse: পুজোর মাসেই শেষ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ! এই ১৫ দিন অতিসতর্ক থাকুন এই ৪ রাশির জাতকরা
প্রতীকী ছবি

Follow Us

সূর্য বা চন্দ্র গ্রহণ হল মহাজাগতিক একটি ঘটনা। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কারণ গ্রহণের উপর নির্ভর করে রাশির জাতক-জাতিকাদের গতিবিধি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, সূর্যগ্রহণের ঘটনাটিকে একটি জ্যোতির্বিদ্যার ঘটনা হিসাবে বিবেচনা করা হয়, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যখন সূর্য বা চন্দ্রগ্রহণ ঘটে তখন এটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এ বছর শেষ ও দ্বিতীয় সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই অক্টোবরেই। অক্টোবরেই রয়েছে বাঙালির বিশেষ ও সবচেয়ে বড় দুর্গাপুজো। ফলে অক্টোবর মাসটি যে অন্যান্য মাসের চেয়ে আলাদা হতে চলেছে, তা বলাই বাহুল্য। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, এর প্রভাব দেশ ও বিশ্ব ও ১২রাশির উপরও পড়তে চলেছে।

নিয়ম অনুসারে, বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর। তার ঠিক ১৫ দিন পরে, ২৯ অক্টোবর, পূর্ণিমার দিনে, রয়েছে বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই পরিস্থিতিতে মেষ, তুলা, কন্যা, সিংহ ও বৃষ রাশির জাতক-জাতিকাদের অক্টোবর মাসটি বেশ সতর্ক থাকতে হবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য। কাদের জন্য সতর্কবার্তা রয়েছে, তা জেনে নিন এখানে…

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। কাউকে খুব বেশি বিশ্বাস করে কাজ করবেন না। কর্মজীবনের দিক থেকে, এই সময়ের মধ্যে নানা সমস্যার মুখোমুখি হতে দেখা যাবে। এই সময়ে যে কোনও কাজের পদক্ষেপে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে।

বৃষ রাশি: অক্টোবর মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।এই সময়ে তাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে। কথায় সতর্ক থাকুন, আত্মবিশ্বাসে বাধা আসবে।

সিংহ রাশি: এই সময়টি সিংহ রাশির জাতকদের জন্য বিরূপ ফল দেবে। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় উন্নতি কম হবে; লেনদেনে সতর্ক থাকতে হবে।

কন্যা রাশি: অক্টোবরে সূর্যগ্রহণ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বাজে প্রভাব পড়তে চলেছে। আশেপাশের লোকজনের সমস্যা নিজের ঘাড়ে নিতে হতে পারে। তাতে আরও মানসিক চাপ বাড়তে পারে। এই পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকাদের মানসিক ও আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে।

তুলা রাশিঃ  পুজোর মাসে গ্রহণ হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকারা মানসিকভাবে  নানা সমস্যার সঙ্গে নিজেরে জড়িয়ে ফেলতে পারেন। দ্বিগুণ হবে মানসিক চাপ। অর্থ সমস্যা যেমন বাড়বে, তেমনি খরচ করার বিষয়েও সতর্ক থাকতে হবে।

Next Article