Zodiac Signs: রাহু-কেতুর রাশি বদলে অর্থের বন্যায় ভেসে যাবে এই ৪ রাশি! দুর্গাপুজোর মিটলেই ফিরবে সুদিন

Horoscope: জ্যোতিষশাস্ত্র অনুসারে, বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ পালিত হবে চলতি বছরের ২৯ অক্টোবর। আর এই চন্দ্রগ্রহণের ১ দিন পরই রাশি পরিবর্তন করবে রাহু-কেতু। রাহু-কেতু রাশি বদল ও চন্দ্রগ্রহণের প্রভাবে বিভিন্ন রাশির উপরেই প্রভাব পড়তে শুরু করবে। এই মহাজাগতিক ও জ্যোতিষশাস্ত্রীয় ঘটনার জেরে শুভ ও অশুভ প্রভাব ১২ রাশির উপরেই দেখা যাবে।

Zodiac Signs: রাহু-কেতুর রাশি বদলে অর্থের বন্যায় ভেসে যাবে এই ৪ রাশি! দুর্গাপুজোর মিটলেই ফিরবে সুদিন

| Edited By: দীপ্তা দাস

Sep 21, 2023 | 12:58 PM

নির্দিষ্ট সময়ে প্রতিটি গ্রহ নিজের রাশিতে কিংবা অপর রাশিতে যাত্রা করে। এই পরিবর্তনের জেরে রাশিচক্রের উপরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবে পড়ে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে অশুভ ও অজ্ঞাত গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা মতে, রাহু ও কেতু সর্বদা বিপরীতমুখী যাত্রা করে থাকে। তবে বর্তমান সময়ে রাহু রয়েছে মেষরাশিতে। অন্যদিকে, কেতু রয়েছে তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে,৩০ অক্টোবর রাহু ও কেতু নিজ নিজ রাশি বদল করবে।

গণনা মতে, ৩০ অক্টোবর রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। একই ভাবে তুলা রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে কেতু। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ পালিত হবে চলতি বছরের ২৯ অক্টোবর। আর এই চন্দ্রগ্রহণের একদিন পরই রাশি পরিবর্তন করবে রাহু-কেতু। রাহু-কেতু রাশি বদল ও চন্দ্রগ্রহণের প্রভাবে বিভিন্ন রাশির উপরেই প্রভাব পড়তে শুরু করবে। এই মহাজাগতিক ও জ্যোতিষশাস্ত্রীয় ঘটনার জেরে শুভ ও অশুভ প্রভাব ১২ রাশির উপরেই দেখা যাবে। এক নিমেষে বদলে যেতে পারে জাতকদের জীবনযাত্রাও।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতিবছরই একটি নির্দিষ্ট সময়ে গ্রহ-নক্ষত্ররা নিজ নিজ রাশিতে ও অপর রাশিতে যাত্রা বদল করে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টে ৩৭ মিনিটে রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বিরাজ করবে আসন্ন বছর বা ২০২৫ সাল পর্যন্ত। অন্যদিকে কেতু তুলা রাশি থেকে বেরিয়ে কন্যারাশিতে প্রবেশ করবে। কোন কোন রাশির ভাগ বদলে যেতে চলেছে, কার ভাগ্যে অর্থপ্রাপ্তি রয়েছে, কার ভাগ্যে পদোন্নতির সম্ভাবনা প্রবল, তা জেনে নিন এখানে…

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা বেশ কিছু বদল দেখা দিতে পারে এই সময় থেকে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রচুর সুযোগ-সুবিধা হাতের কাছে আসবে। ব্যবসা বাড়বে ও আয়ের উৎস বাড়বে তরতরিয়ে। পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। রাহু-কেতুর গ্রহ পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকারা গুরু চন্ডাল দোষ থেকে মুক্তি পেতে পারেন।

কর্কট রাশি: এই রাশির জাতকরা কর্মজীবন ও ব্যবসায় সাফল্য পাবেন। দীর্ঘদিন ঘরে পড়ে থাকা বা আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। শনির মহাদশার প্রভাব কেটে জীবনে সবকিছুই নিয়ন্ত্রণে আসতে পারে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময়, এই রাশির একজন ব্যক্তিকে অবশ্যই বিশিষ্ট ও প্রবীণদের থেকে পরামর্শ নিতে পারেন।

সিংহ রাশি: রাহু-কেতুর রাশি বদলের কারণে এই রাশির জাতক-জাতিকারা অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন। ভাগ্য সবসময় সহায় থাকবে। ব্যবসায় আয় বৃদ্ধি হবে আপনার। চাকরিজীবীরা পদোন্নতি পাবেন, মিলবে সাফল্যও। যে কোনও কাজের মাধ্যমেই সুদিন ফিরবে এই রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে মধুর সম্পর্ক বজায় থাকবে। অর্থলাভের সম্ভাবনা বাড়বে এই রাশির জাতকদের। বিবাহিতরা একান্তে সময় কাটাতে পারবেন, পরিবারের সঙ্গেও দারুণ সময় কাটাতে পারবেন।