
মেষ রাশি – মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য় আজকের দিনটা বেশ শুভ ফলদায়ক। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা ইন্টারিভিউয়ের ডাক পেতে পারেন। প্রেম, প্রীতি বিয়ের যোগ আরও প্রবল হবে।
বৃষ রাশি – আজকের দিনটা আপনার মোটের উপর শুভ। তবে মাথায় বা কাঁধে চোট পাওয়া থেকে সাবধান। শরীরের দিকে নজর দিন। বাড়িতে অতিথি আসতে পারে।
মিথুন রাশি – আজকের দিনটা আপনার জন্য দারুণ শুভ। দূর দেশ থেকে কোনও সুখবর পেতে পারেন। তবে গুপ্ত শত্রু থেকে সাবধান। এই সময়টা একটু চুপ করেই থাকুন।
কর্কট রাশি – কর্কট রাশির জাতকদের পক্ষে আজকের দিনটা বেশ ভালই। পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। দুম করেই অর্থ প্রাপ্তি হতে পারে। লটারি কাটার এটাই দারুণ সুযোগ।
সিংহ রাশি – দুম করেই বদলে যাবে আপনার জীবন। ভয় পাওয়ার কিছু নেই। ভাল সময় আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন। তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরী।
কন্যা রাশি – কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাঁরা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের পক্ষে দিনটা খুব শুভ। তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। দুম করে শরীর খারাপ হতে পারে।
তুলা রাশি – বাড়িতে প্রচুর অতিথি সমাগামের সম্ভাবনা রয়েছে। মোটের উপর দিনটা বেশ শুভ। পুরনো কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। যে সাহায্য আপনার জীবন বদলে দেবে।
বৃশ্চিক রাশি – নিজের আবেগকে সামলে রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। কম কথা বলুন। দিনটির শুরুটা খারাপ হলেও, দিনের শেষে সুখবর পাবেন।
ধনু রাশি – ধনু রাশির জাতকের পক্ষে দিনটা মোটের উপর শুভ। তবে পারলে আজকের দিনটায় কম কথা বলুন। বরং বেশি কথা শুনুন। বাড়ির বয়স্ক কোনও সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সাবধান।
মকর রাশি – কম কথা বলুন। কম ব্যয় করুন। সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নতি। তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া মোটের উপর দিনটা শুভ।
কুম্ভ রাশি – খুব শীঘ্রই আপনার জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতি। তবে নিজেকে একটু সময় দিন। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
মীন রাশি – পরীক্ষার্থীদের জন্য দিনটা বেশ শুভ। পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। যাঁরা বিদেশে চাকরির খোঁজ করছেন, তাঁরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম, প্রীতির যোগাযোগ রয়েছে।