AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Horoscope: ‘কানের পোকা’ নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই রাশির জাতক-জাতিকারা, ঝটপট জানুন

এই দুনিয়ায় এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা দরকার ছাড়া কোনও অতিরিক্ত কথাই বলতে পছন্দ করেন না। বেশ কিছু রাশির জাতক-জাতিকা এমন রয়েছেন, যাঁরা কোনওরকম বিরক্তি, ক্লান্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ধরে একনাগাড়ে কথা বলে যেতে পারেন। জেনে নিন কোন রাশির ব্যক্তিদের সবচেয়ে প্রিয় কাজ কথা বলা।

Horoscope: 'কানের পোকা' নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই রাশির জাতক-জাতিকারা, ঝটপট জানুন
Horoscope: 'কানের পোকা' নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই রাশির জাতক-জাতিকারা, ঝটপট জানুনImage Credit: Pinterest
| Updated on: Oct 23, 2025 | 7:58 PM
Share

একটানা অনেকটা সময় ধরে কথা বলা মোটেও সহজ কাজ নয়। এমনটা সক্কলে পারেন না। এই দুনিয়ায় এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা দরকার ছাড়া কোনও অতিরিক্ত কথাই বলতে পছন্দ করেন না। সেই সঙ্গে আশে পাশের মানুষজন যদি বেশি কথা বলেন, তা হলে তাঁরা বিরক্তও হন। তবে বেশ কিছু রাশির জাতক-জাতিকা এমন রয়েছেন, যাঁরা কোনওরকম বিরক্তি, ক্লান্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ধরে একনাগাড়ে কথা বলে যেতে পারেন। জেনে নিন কোন রাশির ব্যক্তিদের সবচেয়ে প্রিয় কাজ কথা বলা।

প্রথমেই আসে মেষ রাশির কথা

এই রাশির জাতক জাতিকারা সবসময় মনের কথা প্রকাশ্যে বলতে পছন্দ করেন। কোনওরকম কথা এরা পেটের মধ্যে চেপে রাখতে পারেন না। শুধু তাই নয়, একটা কথা বলার আগে দ্বিতীয়বার ভাবেন না এই রাশির ব্যক্তিরা। এর ফলে এমনটাও হয়, যে কথা যে জায়গায় বলার প্রয়োজন নেই, সেই কথা বলে ফেলেন ভুল জায়গায়।

এরপর বলতে হয় মিথুন রাশির কথা

এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি বিষয়ে ভীষণ আগ্রহ। জ্ঞান আহরণের জন্য ঘণ্টার পর ঘণ্টা এরা কথা বলে যেতে পারেন। এই রাশির মানুষরা সবসময় প্রশ্ন করেই চলেন। সামনের মানুষটা বিরক্ত হয়ে গেলেও এরা কথা বলা থামান না।

মেষ, মিথুন ছাড়া এই তালিকায় রয়েছে সিংহ রাশি

এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাল কথা বলতে পারেন। এত্ত ভাল কথা বলার জন্য অনেক মানুষ তাদের উপর মুগ্ধ হয়ে পড়েন। এই রাশির মানুষরা নিজের জীবনে যা ঘটছে সকলতে জানাতে আগ্রহী। পাশাপাশি অপরের জীবনে কী ঘটছে, সেটাও জানতে আগ্রহী। পরামর্শদাতা হিসেবে কাজ করতে পছন্দ করেন এই রাশির মানুষরা।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।