Love Horoscope 2023: নতুন প্রেম নাকি বিচ্ছেদ? ২০২৩-এ কোন রাশির জীবন ভালবাসায় ভরে উঠবে, ইঙ্গিত দিচ্ছে ট্যারট কার্ড

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 02, 2023 | 11:33 AM

Tarot Card Reading for Love Life: বছরের বাকি সময়ে কি আপনার জীবনে প্রেম আসবে? কিংবা আপনার প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে? ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে জেনে নিন।

Love Horoscope 2023: নতুন প্রেম নাকি বিচ্ছেদ? ২০২৩-এ কোন রাশির জীবন ভালবাসায় ভরে উঠবে, ইঙ্গিত দিচ্ছে ট্যারট কার্ড

Follow Us

২০২৩-এর দুটো মাস কেটে গিয়েছে। তবু প্রেম জীবন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন? বছরের বাকি সময়ে কি আপনার জীবনে প্রেম আসবে? কিংবা আপনার প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে? ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে জেনে নিতে পারেন। ২০২৩-এ কোন রাশির প্রেম জীবন সবচেয়ে ভাল কাটবে, তার ইঙ্গিত দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়।

তুলা রাশি- তুলা রাশির এই বছর সম্পর্ক প্রেম থেকে বিয়ের দিকে এগোবে। সঙ্গীর সঙ্গে আগের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে, দূরত্ব মিটে যাবে। রোম্যান্স, দায়িত্ব, ঘোরাঘুরি বাড়বে। পুরনো প্রেম ফিরে আসার জোরাল সম্ভাবনা আছে। সিঙ্গেলদের জীবনে প্রেম আসবে। চলতি প্রেমে সমস্যা চললে সেই সমস্যা মিটে যাবে। বছরের শুরুতে একটু অন্যরকম বা ভাল না-ও লাগতে পারে কিন্তু বছর যতো এগোবে ততো ব্যাপারটা সুন্দর হতে শুরু করবে। সম্পর্কে অনেক সুন্দর আর নতুন অভিজ্ঞতা হবে। পার্টনারের সঙ্গে মিলেমিশে কাজ করা, তাঁদের পরামর্শকে গুরুত্ব দেওয়া ভাল হবে আপনার জন্য। সবমিলিয়ে তুলা রাশির ২০২৩-এ প্রেমটা বেশ ভাল দিকেই এগোবে।

বৃশ্চিক রাশি – বছর শুরুতে এপ্রিল অবধি সময়টা খুব ভাল। এই সময়ে বিবাহ যোগ তৈরি হবে। অনেক সম্বন্ধ আসবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে আবার নতুন প্রেমের প্রস্তাব আসবে। তবে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সেই দিকে একটু নজর দিতে হবে। পার্টনারকে রাগের বশে অসম্মানজনক কিছু বলা থেকে সাবধান, সম্পর্কে ভুলবোঝাবুঝি বাড়তে পারে।

সিংহ রাশি – নতুন প্রেম আসার সম্ভাবনা বাড়ছে। যাঁরা সিঙ্গেল আছেন তাঁরা আর সিঙ্গেল থাকবেন না। এপ্রিলের পরে প্রেমে উন্নতি আছে। পার্টনারের সহোযোগিতায় কেরিয়ারে গ্রোথ হবে। পুরনো প্রেম আবারও ফিরে আসতে পারে। চলতি সম্পর্কে পুরনো প্রেম ব্যাঘাত ঘটাতে পারে। বা অন্য কাউকেও ভালো লাগতে পারে৷ মতিভ্রম হবে এই বছরে। পার্টনারকে ঠকানো থেকে সাবধান রাখতে হবে নিজেকে।

বৃষ রাশি – প্রেম থেকে বিয়ের দিকে এগোবে সম্পর্ক। এপ্রিল অবধি সময় খুব ভাল কাটবে। এক সঙ্গে অনেকটা সময় কাটাবেন আপনারা এই বছর। তবে অক্টোবর থেকে সমস্যা আসবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সম্পর্কের ব্যাপারে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অক্টোবরের আগে নেবেন।

মীন রাশি – চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মীন রাশির জাতক-জাতিকারা ভালো ফল পাচ্ছে। বর্তমান সময়ে আরও ভাল যাচ্ছে। এই বছর মীনের প্রেমের ক্ষেত্রে অনেক যোগাযোগ আসবে নতুন পুরনো সব মিলিয়ে। চলতি প্রেমে পার্টনারের সঙ্গে রোম্যান্স, আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে। প্রেম থেকে বিয়ের দিকে এগোবে। নিজেদের মতো রাগ, মাথাগরম হচ্ছিলো সেগুলো মিটে যাবে। এপ্রিল অবধি যথেষ্ট সুন্দর সময়ে। মে থেকে সামান্য ঝামেলা হতে পারে সেই ক্ষেত্রে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে, কথা ভেবেচিন্তে বলতে হবে।

কর্কট রাশি – গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল যথেষ্ট ভাল যাবে। পুরনো প্রেম ফিরলেও সেই দিকে না এগোনোই ভাল। নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। বেআইনি কাজকর্মে জড়িয়ে যাওয়া থেকে সাবধান। এপ্রিলের পরে জুলাই অবধি একটু টানাপোড়েন যেতে পারে, তারপর অগস্ট থেকে অক্টোবর মধ্যবর্তী সময়টা ভাল, অক্টোবরের পর থেকে নানা রকম সমস্যা সৃষ্টি হবে সম্পর্কে।

মেষ রাশি – ইলিউশান, মতিভ্রম হবে এই বছর। বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল অবধি অনেক সমস্যা হবে। সময়টা ভীষণ ডাউন যাবে। ভুলভ্রান্তি অনেক করে ফেলতে পারেন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে ঠকাতে পারে অথবা আপনিও ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। এপ্রিল থেকে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এপ্রিলের পর থেকে অনেকটা স্বস্তি পাবেন। অক্টোবরের পর থেকে সময়টা আরও অনেক ভাল হবে।

কন্যা রাশি – প্রেমের ক্ষেত্রে যাঁরা সমস্যার মধ্যে আছেন, ঝামেলা অশান্তি চলছে তাঁদের সম্পর্কে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। যে কোনও একটি পক্ষ বেছে নিতে হতে পারে। চলতি প্রেমে বিচ্ছেদ হতে পারে। পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। সেই ক্ষেত্রে তাঁর সঙ্গে আবার নতুনভাবে এগোনোর সম্ভাবনাও এখানে রয়েছে।

ধনু রাশি – বছরের শুরু থেকে চলতি সমস্যা অনেকটাই মিটে যাবে। বছরের শুরু থেকে পুরনো প্রেমের স্মৃতি থেকে অনেকেই হয়তো বেরিয়ে আসতে পারেনি। সেইসব পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে ট্যারট কার্ড। নতুন প্রেম আসবে জীবনে, ভেবেচিন্তে সময় নিয়ে এগোতে হবে। অগস্টের পর থেকে সময়টা আবার একটু ডাউন যাবে। কাউকে ভাল লাগলে এমন কেউ হঠাৎ আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, এমন অভিজ্ঞতা হতে পারে। অগস্টের পরে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

কুম্ভ রাশি – নতুন প্রেম, পুরনো প্রেম, চলতি প্রেম সবকিছু থেকেই একটু সাবধান থাকতে বলা হচ্ছে, ঠকে যাওয়ার বিরাট বড় সম্ভাবনা আছে। কারও সঙ্গে প্রথম আলাপেই বেশি আবেগতাড়িত হয়ে যাবেন না, আবেগে গা না ভাসানোই ভাল। এপ্রিল অবধি মোটামুটি গেলেও এপ্রিলের পর থেকে চলতি সম্পর্কে অনেক বেশি সমস্যা তৈরি হবে, প্রেমে বিচ্ছেদ হতে পারে। সুতরাং কথাবার্তা ভেবেচিন্তে বলতে হবে, সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে, কাজকর্ম ভেবেচিন্তে করতে হবে।

মকর রাশি – গত বছরের ডিসেম্বর থেকে ধীরে ধীরে খারাপ পরিস্থিতি কেটেছে, চলতি বছরের শুরু থেকে প্রেম জীবনে বদল এসেছে। কিন্তু এই বছরে অনেকরকম সমস্যা আসতে চলেছে চলতি সম্পর্কে। নতুন কেউ জীবনে এলে তাড়াহুড়ো করবেন না, অনেক বুদ্ধিবিবেচনা করে চলার পরামর্শ দিচ্ছে ট্যারট কার্ড।

মিথুন রাশি – মিথুনের এপ্রিল অবধি সময়টা মোটামুটি গেলেও এপ্রিলের পর থেকে সম্পর্কে সমস্যা বাড়বে। মনে আঘাত লাগবে। অনেক সত্যি বেরিয়ে আসবে। বছর যতো এগোবে জটিলতা ততো বাড়বে। সিঙ্গেলরা তাড়াহুড়ো করবেন না, সব বুঝেশুনে শান্ত মাথায় সিদ্ধান্ত নেবেন।

Next Article