Monthly Horoscope: প্রেম, কাজকর্ম ও আর্থিক দিক দিয়ে কোন কোন রাশির জন্য এপ্রিল মাস শুভ? জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 01, 2023 | 9:41 AM

Tarot Card Reading of March: ২০২৩-এর এপ্রিল মাস জুড়ে বিভিন্ন রাশির জীবনে নানা ওঠা-পড়া রয়েছে। ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে, আপনার সঙ্গে আগামী দিনগুলো কী-কী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Monthly Horoscope: প্রেম, কাজকর্ম ও আর্থিক দিক দিয়ে কোন কোন রাশির জন্য এপ্রিল মাস শুভ? জেনে নিন

Follow Us

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। ২০২৩-এর এপ্রিল মাস জুড়ে বিভিন্ন রাশির জীবনে নানা ওঠা-পড়া রয়েছে। ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে, আপনার সঙ্গে আগামী দিনগুলো কী-কী হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস আপনার কেমন কাটতে চলেছে, জানাচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়।

মেষ রাশি

এতদিন ধরে যে সাহসটা পাচ্ছিলেন না, এবার আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ভয়কে জয় করে অনেক দূর এগিয়ে যাবেন। দয়ার সঙ্গে সব কাজ করুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মাসে সমস্যা আসতে পারে। দ্বন্ধ পড়ে থাকতে পারেন। তবে, কোনও কিছু নিয়ে এই মাসে আপনি পরিষ্কার ধারণা পাবেন। আপনার সামনে অনেক কিছু থাকবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে এগোবেন। কোনও কিছুর প্রতি আসক্তি বাড়বে। পরিস্থিতি থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজকর্ম বা পড়াশোনার জন্য ভ্রমণ হতে পারে। জীবনের বড় পরিবর্তন এই মাসে লক্ষ্য করতে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সময়টা ভাল। কোনও তথ্য পেতে পারেন। চ্যালেঞ্জিং কোনও কাজ করতে হতে পারে। আপনার কাছে একাধিক কাজের সুযোগ থাকবে। আয় বুঝে ব্যয় করুন। জনসংযোগ, মিডিয়াতে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভাল। প্রেমে একটু সমস্যা আসতে পারে।

বৃষ রাশি

আপনার জীবনে এখন যা যা ঘটে চলেছে তা এপ্রিল মাসে ইতিবাচক ফল দেবে। নতুন আয়ের উৎস আসতে চলেছে। ব্যবসার কারণে ভ্রমণের সুযোগ রয়েছে। মানুষের সঙ্গে ভেবেচিন্তা কথা বলুন। গুরুত্বপূর্ণ কাজ সতর্কতার সঙ্গে করুন। ভুল হওয়ার সম্ভাবনা করুন। নিকট কোনও মানুষের সঙ্গে ঝামেলা চললে তা মিটতে পারে। পরিবার, বন্ধু বা সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা ভাল। রূপচর্চায় বেশি সময় ব্যয় করবেন। সাফল্য রয়েছে। চলতি কাজে উন্নতি রয়েছে। প্রমোশনের সুযোগ রয়েছে। কোনও পরিস্থিতিতে বা কাজে আটকে থাকলে সেই সমস্যা শেষ হয়ে যাবে। ভ্রমণের সুযোগ রয়েছে। গাড়ি-বাড়ি ক্রয় করতে পারেন। প্রেম চলবে।

মিথুন রাশি

দীর্ঘদিনের জন্য নিজের জন্য কোনও পরিকল্পনা করুন। টাকা জমাতে পারেন। ঋণ ফেরত পেতে পারেন। ২১ এপ্রিলের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে নিন। ২১ এপ্রিলের পর সাবধানে থাকুন। ধৈর্য্যের সঙ্গে সব কাজ করুন। সৎ থাকুন। নিষ্ঠার সঙ্গে কাজ করুন। কাজ করার আগে ভাল করে পরিকল্পনা করুন। ভাল শ্রোতা হন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত হতে পারেন। ইউনিভার্সের সাহায্য পাবেন। তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের গণ্ডগোল হতে পারে। প্রচুর পরিমাণে জল ও ফল খান। চলতি প্রেমে সমস্যা চললে মিটিয়ে নিন। প্রমোশনের সুযোগ রয়েছে।

কর্কট রাশি

প্রেম-ভালবাসার জন্য সময়টা খুব ভাল। একটা ভালবাসাময় এনার্জির মধ্যে থাকবে কর্কট রাশি। অনুভূতি নিজের মধ্যে চেপে না রেখে প্রকাশ করুন। যাঁরা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত, তাঁরা নিজের মনের কথা শুনে চলুন। গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। ভ্রমণের সুযোগ রয়েছে। নিজের যত্ন নিন। কাজকর্মের জন্য সময় ভাল। নামযশ খ্যাতি রয়েছে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভাল। খুব বেশি সংবেদনশীল হবেন না। ঘুমের একটু সমস্যা দেখা দিতে পারে। পুরনো ভয় ফিরে আসতে পারে। নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন। অতিরিক্ত চিন্তা করবেন না। আর্থিক দিক ভালই থাকবে। আপনি যে বিশ্বাস করেন, সেটাই করুন। আইনি সমস্যা চললে সেটা মিটে যেতে পারে।

সিংহ রাশি

মানুষজনের সঙ্গে ঝগড়া, অশান্তি এড়িয়ে চলুন। ধৈর্য্যের সঙ্গে সব কাজ করুন। সঠিক সময় আসবে। কঠোর পরিশ্রম করুন। নানা কাজকর্মের সুযোগ আসবে। আনন্দের মধ্যে থাকুন। আয় বুঝে ব্যয় করুন। নিজের সিদ্ধান্ত অটুট থাকুন। চ্যালেঞ্জ আসবে এবং সেটা কাটিয়ে এগিয়েও যাবেন। পুরনো কাজ আবার শুরু হতে পারে। গাঁটে ব্যথার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। প্রেম, কর্মক্ষেত্রে সব দিকে সাফল্য ও উন্নতি রয়েছে। নিজের উপর ভরসা রাখুন। কঠোর পরিশ্রম করবেন। পরিবারের জন্য ভেবে টাকাপয়সা জমান। গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এপ্রিল মাসটা খুব ভাল। ফ্যামিলি গেট-টুগেদারের সম্ভাবনা রয়েছে। প্রমোশনের সুযোগ রয়েছে। পড়াশোনার জন্য সময়টা ভাল। পরীক্ষায় ভাল ফল পাবেন।

কন্যা রাশি

আটকে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। পড়াশোনার জন্য সময়টা ভাল। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বাধা আসলে সেটা অতিক্রম করতে সক্ষম হবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। বেশি দৌড়ঝাঁপ করবেন না। প্রেমে ভাল সময় শুরু হচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কোনও সুখবর পেতে পারেন। নতুন কাজ শুরু করার জন্য সময়টা ভাল। থেমে থাকবেন না, সামনের দিকে এগিয়ে যান। স্বাস্থ্যে একটু সমস্যা থাকতে পারে। কন্যা রাশির জন্য এপ্রিল মাস খুব ভাল কাটবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে।

তুলা রাশি

মানসিক চাপ বাড়তে পারে। জীবনে অনেক পরিবর্তন দেখতে পারেন। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। কঠোর পরিশ্রম করতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। টাকাপয়সা নিয়ে চিন্তা থাকতে পারে। বুঝেশুনে টাকা খরচ করুন। ব্যবসা, কেরিয়ারের জন্য হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ক্ষতির মুখে পড়তে পারেন। জীবন নিয়ে খুব বেশি ভাববেন না। মানুষের সঙ্গে বুঝেশুনে কথা বলুন। বিনিয়োগের জন্য ভাল সময় নয়। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের যত্ন নিন। সিঙ্গেলরা বুঝেশুনে সঙ্গী বেছে নিন।

বৃশ্চিক রাশি

প্রেমের প্রস্তাব পেতে পারেন। মুড সুইংয়ের সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। নিজের সম্পর্কে নিয়ে অন্য মতামতের উপর বেশি বিশ্বাস করবেন না। বিয়ের যোগ তৈরি হচ্ছে। গর্ভবতী হওয়ার সম্ভবনা রয়েছে। আনন্দ, মজার মধ্যেই এই মাসটা কাটবে। ভালবাসার মধ্যে কাটবে গোটা সময়। পড়াশোনার জন্যও সময়টা খুব ভাল। যাঁরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চান, তাঁরা সামনের দিকে এগিয়ে যান। নিজের উপর ভরসা রাখুন। সিঙ্গেলদের জীবনে প্রেম আসবে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন। কেনাকাটা করতে পারেন। সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হতে পারে। খরচ বেশি হলেও আর্থিক অবস্থা ভাল থাকবে।

ধনু রাশি

এপ্রিল মাসে আপনি জীবনে বড় পরিবর্তন দেখতে পারেন। পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। মানুষকে ক্ষমা করতে শিখুন। স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ চললে সেটা মিটে যেতে পারে। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্তে উন্নতি রয়েছে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। জীবনে নতুন প্রেম আসতে পারে। চলতি প্রেমে উন্নতি রয়েছে। ভ্রমণের সুযোগ রয়েছে। কোনও উপহার পেতে পারেন। এপ্রিল মাস ধনু রাশির জন্য শুভ। সুখের সময় শুরু হচ্ছে ধনু রাশির জন্য।

মকর রাশি

নতুন কিছু শুরু করতে চাইলে এই মাসটা ভাল। কেরিয়ারের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শরীরে একটু সমস্যা দেখা দিতে পারে। যোগাসন করতে পারেন। অনুভূতি নিজের মধ্যে চেপে না রেখে প্রকাশ করুন। আপনি কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারেন। বিবাহজীবনে বিচ্ছেদ হতে পারে। সময়ের সৎ ব্যবহার করুন। অতীতের প্রেম ফিরতে পারে। সিঙ্গেলদের জীবনে নতুন প্রেম আসবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। বাড়ি ক্রয়ের সুযোগ রয়েছে। কাজের চাপ থাকবে। পজিটিভ থাকুন। লোকের কথায় কান না দিয়ে নিজের মনের কথা শুনুন।

কুম্ভ রাশি

চলতি প্রেমে উন্নতি। প্রেম বিয়েতে পরিণত হতে পারে। সিঙ্গেলদেরও বিয়ের যোগ তৈরি হচ্ছে। প্রেম-ভালবাসার জন্য সময়টা ভাল। মনের ইচ্ছা এই মাসে পূরণ হয়ে যাবে। আপনার পিছনে কেউ আপনার নামে বদনাম রটাতে পারে। সবাই যে আপনার বন্ধু নয়, এটা বুঝতে হবে। নিজেকে বারবার বন্দী বলে মনে হতে পারে। নিজের প্রতি সৎ থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজকর্মে নতুন যোগ রয়েছে। সোনা কিনতে পারেন। স্বাস্থ্যে সমস্যা থাকতে পারে। চোখের সমস্যা হতে পারে। ঘাড়ে-পিঠে, কোমরে যন্ত্রণা হতে পারে। নামজশ খ্যাতি হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

যে জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। যেখানে শান্তি রয়েছে, সেই দিকে যান। চলতি প্রেমে বিয়ের দিকে এগোবে। নতুন প্রেম আসা সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে আসবেন। প্রমোশনের সুযোগ রয়েছে। যা কাজ করবেন, তাতে সাফল্য পাবেন। বেশি কঠোর পরিশ্রম করবেন না, এতে স্বাস্থ্যে প্রভাব পড়বে। জমিজমা বা বাড়ি কিনতে পারেন। নিজের যত্ন নিন। নিজের উপর নজর দিন। মীন রাশির এপ্রিল মাসটা ভাল কাটবে। রুটিনমাফিক জীবন কাটান।

Next Article