Pradosh Vrat 2023: ভাদ্রমাসের শেষ প্রদোষে আসন বদল মহাদেবের, বিশেষ কৃপায় সংসার ভরে উঠবে কোন রাশির?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 26, 2023 | 6:02 PM

Zodiac Signs : ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তিনী একাদশীতে ভগবান বিষ্ণু তার অবস্থান পরিবর্তন করেন, একইভাবে ভগবান শিবও ভাদ্র মাসের প্রদোষ ব্রত ও উপবাসে বদল করতে চলেছেন তাঁর অবস্থান। একে শিব আসন পরিবর্তন উৎসবও বলা হয়।

Pradosh Vrat 2023: ভাদ্রমাসের শেষ প্রদোষে আসন বদল মহাদেবের, বিশেষ কৃপায় সংসার ভরে উঠবে কোন রাশির?
ছবিটি প্রতীকী

Follow Us

হিন্দু পঞ্জিকা মতে, প্রদোষ ব্রত হল একটি বিশেষ তিথি। আর এই ব্রত সাধারণত সন্ধ্যেকালে পালিত হয়। সনাতন ধর্মে একমাত্র মহাদেবের একটি বিশেষ পুজোপার্বণ করা হয়। পঞ্জিতা মতে, প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এই বিশেষ ব্রত ও উপবাস পালন করা হয়। সূর্যাস্তের আগে ও পরের দেড় ঘণ্টা সময়কালকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এদিন ব্রতের সময় সারাদিন উপবাস পালন করে শিবের পুজো করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে, অসুরকূল থেকে রক্ষা পেতে দেবতারা শিবের কাছে শরণাপন্ন হয়ে থাকে। ত্রয়োদশী তিথিতে কৈলাশ পর্বতে গেলে শিবের বাহন নন্দী দেবতাদের সাহায্য করেন। সেই থেকে মন্দিরে মন্দিরে এই বিশেষ তিথিতে নন্দী-সহ শিবের পুজোর রীতি শুরু হয়। প্রদোষ ব্রত তিথিতে উপবাস পালন করলে ভক্তদের সমস্ত পাপ নষ্ট হয়। শিবের বিশেষ কৃপা বজায় থাকে সর্বদা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাদ্রপদ মাসের শেষ প্রদোষে উপবাস ও ব্রতে শিব তার ভঙ্গি বা আসন পরির্তন করবেন। এই পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জন্য শুভ ও বিশেষ হতে চলেছে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, একাদশীর দিনে যেমন ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়, তেমনি প্রদোষের দিন মহাদেবকে উৎসর্গ করা হয়। প্রদোষ ব্রত হল হিন্দু ধর্মে শিবের উপাসনা করার জন্য পালন করা একটি গুরুত্বপূর্ণ উপবাস। ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তিনী একাদশীতে ভগবান বিষ্ণু তার অবস্থান পরিবর্তন করেন, একইভাবে ভগবান শিবও ভাদ্র মাসের প্রদোষ ব্রত ও উপবাসে বদল করতে চলেছেন তাঁর অবস্থান। একে শিব আসন পরিবর্তন উৎসবও বলা হয়। কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থলাভ-উন্নতি -সাফল্যের ধারা বর্ষাবে, তা জেনে নিন এখানে…

কবে ও কখন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাদ্র মাসের শেষ প্রদোষ উপবাস ২৭ সেপ্টেম্বর বেলা ১টা ৪৭ মিনিটে শুরু হবে, অবসান ঘটবে রাত ১০টা ২০ মিনিটে। উপবাস ও পুজোর জন্য সবচেয়ে শুভ সময় বিকেল ৫টা ৫৮ মিনিট থেকে সন্ধ্যে ৭টা ৫২মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ে ভগবান শিব ও দেবী পার্বতীর একসঙ্গে পুজো করা শুভ। এদিনে মহাদিদেবকে জল দিয়ে অভিষেক করা উচিত, সঙ্গে ধুতুরা, কনকধারা ফুল ও লজ্জাবতী গাছের পাতা ব্যবহার করে শোধশোপচার পদ্ধতিতে পুজো করা উচিত।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের শনির অশুভ দৃষ্টির অবসান ঘটবে। এর প্রভাবে নানা কাজে ও চাকরিতে সাফল্য পেতে পারেন। জীবনের প্রতিটি কাজে সম্মান ও সাফল্য পাবেন নিমেষের মধ্যে।

মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতি দশার প্রভাবে অতিষ্ঠ। তবে শিবে আসন পরিবর্তন করার ফলে এই রাশির জাতক-জাতিকাা বিশেষ উপকার পেতে পারেন।

কুম্ভ রাশি: বর্তমানে শনি এই রাশিতে অবস্থান করলেও প্রদোষ ব্রতের পর এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় পরিবর্তন হতে চলেছে। মহাদেবের আশীর্বাদে বিশেষ সুযোগ-সুবিধা পেতে পারেন।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি দশার প্রভাবে থাকলেও প্রদোষ ব্রতের দিন শিবের কৃপায় সর্বদা সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।

Next Article