Octorber Horoscope 2023: পয়লা অক্টোবর থেকে ভাগ্য ফিরবে এই ৩ রাশির! জুটবে অগাধ অর্থ-পদোন্নতি ও নতুন বাড়ি কেনার দারুণ সুযোগ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 26, 2023 | 7:59 PM

Zodiac Signs: পয়লা অক্টোবর থেকে গ্রহের রাজকুমার তথা বুধগ্রহ নিজ রাশি কন্যা রাশিতে গতি বদল করতে চলেছেন। বুধগ্রহের স্বরাশিতে বদলের জেরে সবেচেয়ে প্রভাবিত হবে এই তিনরাশির জাতক-জাতিকারা।

Octorber Horoscope 2023: পয়লা অক্টোবর থেকে ভাগ্য ফিরবে এই ৩ রাশির! জুটবে অগাধ অর্থ-পদোন্নতি ও নতুন বাড়ি কেনার দারুণ সুযোগ

Follow Us

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট সময় মেনে গ্রহ-নক্ষত্ররা নিজে গতিতে রাশি পরিবর্তন করে থাকে। তার পাশাপাশি এই রাশি বদলের জেরে বিশ্ব ও দেশের উপরও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। পয়লা অক্টোবর থেকে গ্রহের রাজকুমার তথা বুধগ্রহ নিজ রাশি কন্যা রাশিতে গতি বদল করতে চলেছেন। বুধগ্রহের স্বরাশিতে বদলের জেরে সবেচেয়ে প্রভাবিত হবে এই তিনরাশির জাতক-জাতিকারা। কন্যা রাশির পাশাপাশি বুধের গোচরের জেরে মিথুন ও বৃশ্চিক ও বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনেও প্রভাব দেখা যাবে। উজ্জ্বল হবে তাদের ভাগ্যও।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের রাশির পরিবর্তন খুবই উপকারী হতে চলেছে। কারণ বুধ, মিথুন রাশির ঊর্ধ্বমুখী ঘরের অধিপতি হওয়ায় এই গ্রহ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে।  এই সময় এই রাশির জাতকরা সমস্ত রকম বিলাসিতার মধ্যে জীবনযাপন করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে প্রচুর টাকা-পয়সা পেতে পারেন। শুধু তাই নয়, নতুন গাড়ি বা জমি কেনার সম্ভাবনা বৃদ্ধি হতে পারে। এছাড়া নয়া চাকরি পাওয়ারও সুযোগ রয়েছে।

বৃশ্চিক রাশি: বুধের গমন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য খুব অনুকূল পরিবেশ থাকবে।  কারণ বুধ এই রাশির আয়ের ঘরে গমন করছে।এই সময়, জাতকদের আয় বৃদ্ধি পেতে পারেন ও পুরনো বিনিয়োগে অফুরন্ত লাভ করতে পারবেন।  যদি সম্পত্তি লেনদেন, শেয়ার বাজার বা অন্য কোনও ব্যবসা করতে চান, তাহলে তাতে ভাগ্য উজ্জ্বল হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সবদিক থেকেই লাভবান হতে পারেন এই সময়।

বৃষ রাশি: বুধের রাশির পরিবর্তনের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ কাটতে চলেছে। কারণ এবার বুধ গ্রহ, এই রাশিচক্রের অর্থের অধিপতি হওয়ায়, পঞ্চম ঘরে গমন করতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা আচমকা অর্থ ও সন্তানসুখ সংক্রান্ত কিছু সুখবর পেতে পারেন। এই রাশি পরিবর্তন পড়ুয়াদের জন্য সুখবর আনতে পারে। মোটা টাকার মাইনের চাকরির অফারও আসতে পারে।

Next Article