Mangal Gochar 2023: তুলায় মঙ্গলের গোচর, দীপাবলি পর্যন্ত ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ থাকবে এই ৪ রাশির
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলগ্রহকে সাহস ও বীরত্বের প্রতীক বলেও মনে করা হয়। এই গোচর চলাকালীন ১৩ অক্টোবর স্বাতী নক্ষত্র ও পয়লা নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। একই সময়ে ১৬ নভেম্বরে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে মঙ্গল গোচরের ফলে ৪ রাশির জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে।

হিন্দু শাস্ত্র মতে, মঙ্গলকে ভূমিপুত্র হিসেবে চিহ্নিত করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ৩ অক্টোবরের বিকেল ৫টা ৫৮ মিনিটে তুলা রাশিতে মঙ্গল গ্রহ প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলগ্রহকে সাহস ও বীরত্বের প্রতীক বলেও মনে করা হয়। এই গোচর চলাকালীন ১৩ অক্টোবর স্বাতী নক্ষত্র ও পয়লা নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। একই সময়ে ১৬ নভেম্বরে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে মঙ্গল গোচরের ফলে ৪ রাশির জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে। মঙ্গলের প্রভাবে ভাগ্য উল্টেও যেতে পারে। শুধু তাই নয়, মঙ্গল গোচরের শুভ প্রভাবের জেরে জীবনে নানা মোড় ঘুরে যেতে পারে। মঙ্গলের রাশি পরিবর্তনের জেরে সৌভাগ্যবান রাশির জাতক-জাতিকারা হতে চলেছেন, তা দেখে নিন এখানে…
মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল ও হনুমানজি। এই রাশির জাতক-জাতিকারা রাশি পরিবর্তনের সময় বিশেষ আর্থিক সুবিধা পেতে চলেছেন। কেরিয়ার ও ব্যবসায় এক অন্য ও নতুন মাত্রা পেতে চলেছেন। অর্থলাভের সম্ভাবনা রয়েছে প্রচুর। ৪৩ দিন মঙ্গলগ্রহ তুলা রাশিতে অবস্থান করবে। সেই সময় পর্যন্ত এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে দ্বিগুণ।
ধনু রাশি
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। ধনু রাশির আয়ের ঘরে মঙ্গল বসবে। এর জেরে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রবল। আয়ের নতুন উৎস তৈরি হবে এই সময়েই। ব্যবসায় হঠাৎ আয় ও সাফল্য বৃদ্ধি হবে। মঙ্গল গোচরের জেরে ধনু রাশির জাতক-জাতিকারা ৪৩ দিনের জন্য বিশেষ সুবিধা পেতে চলেছেন।
মকর রাশি
বর্তমানে মকর রাশিতে সাড়ে সাতি দশার শেষ পর্ব চলেছে। আগামী ৮ নভেম্বর সরাসরি আসবেন এই রাশিতে অধিষ্ঠান করবেন স্বয়ং শনিদেব। সাড়ে সাতি দশার কারণে মকর রাশির জাতক-জাতিকাদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে আশঙ্কার কিছু নেই। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মকর রাশির জাতক-জাতিকারা মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে লাভবান হতে চলেছেন এই গ্রহ গোচরের জেরে। এই রাশির কেরিয়ার ও ব্যবসায়িক ঘরে অধিষ্ঠান করবে। এর জেরে ব্যবসায় ব্যাপক বিস্তৃত হবে।
কুম্ভ রাশি
রাশি পরিবর্তনের সময় মঙ্গল এই রাশির সৌভাগ্যের দিকে নজর দেবে। এই রাশির ঘরে মঙ্গলের উপস্থিতি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আয় ও সৌভাগ্য বৃদ্ধি হবে চরচরিয়ে। মঙ্গল গমনের কারণে ব্যবসায় উন্নতি হবে অপ্রত্যাশিতভাবে। এছাড়া কেরিয়ারেও আসবে উন্নতির জোয়ার ও অন্য সম্মান। তবে কথাবার্তায় নিয়ন্ত্রণ না আনলে বিপদে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
