Mercury Transit 2023: বুধের গমনে এই ২ রাশির জীবন ১৮০ ডিগ্রি বদলে যাবে! করুন এই সামান্য কাজ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 22, 2023 | 12:48 PM

Zodiac Signs: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৭ নভেম্বর ভোর ৫টা ৪২ মিনিটে বুধ গ্রহ প্রবেশ করবে ধনু রাশিতে। এখানেই শেষ নয়। ২৮ নভেম্বর ধনু রাশিতে থাকার পর বুধ গ্রহ ফিরে যাবে বৃশ্চিক রাশিতে। গ্রহের এই বিবিধ ধরনের পরিবর্তনের কারণে ১২টি রাশির উপর নানাবিধ প্রভাব দেখা যাবে।

Mercury Transit 2023: বুধের গমনে এই ২ রাশির জীবন ১৮০ ডিগ্রি বদলে যাবে! করুন এই সামান্য কাজ

Follow Us

জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতক-জাতিকাদের জীবনে তার প্রভাব অনস্বীকার্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই একটি গ্রহ রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে, তখনই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, তার প্রভাব সমস্ত রাশির উপর দেখা যায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৭ নভেম্বর ভোর ৫টা ৪২ মিনিটে বুধ গ্রহ প্রবেশ করবে ধনু রাশিতে। এখানেই শেষ নয়। ২৮ নভেম্বর ধনু রাশিতে থাকার পর বুধ গ্রহ ফিরে যাবে বৃশ্চিক রাশিতে। গ্রহের এই বিবিধ ধরনের পরিবর্তনের কারণে ১২টি রাশির উপর নানাবিধ প্রভাব দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, মেষ এবং বৃষ রাশির জাতকদের গ্রহের গমনের সময়ে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।

জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুসারে আগামী ২৭ নভেম্বর বুধ গ্রহ প্রবেশ করবে ধনু রাশিতে। আর তার ঠিক একদিন পরে ধনু রাশিতে অবস্থান করার পর বৃশ্চিক রাশিতে ফিরে আসবে। বুধের এই গমনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ১২টি রাশির উপর দেখা যাবে। তবে বুধের গমনের কারণে দু’টি রাশির জাতকদের কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত যাতে জীবনের নানা বাধা দূর করা সম্ভব হয়।

মেষ রাশি: বুধের রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতকদের দীর্ঘ ভ্রমণের উদ্দেশ্যে বেরত হতে পারে। তবে তাতে মেষ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের পথ সুগম হবে। মেষ রাশির জাতক-জাতিকারা পাবেন প্রতিটি কাজে সাফল্য! জাতক-জাতিকাদের মন পূর্ণ থাকবে আনন্দে। ব্যবসায় ক্রমাগত উন্নতি হতে থাকবে। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশির জাতক জাতিকারা যদি বুধকে সন্তুষ্ট করতে চান, তাহলে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন। এ ছাড়া প্রতিদিন তুলসী পাতা খান। জীবনে উন্নতি প্রবেশ করবে হুড়মুড়িয়ে।

বৃষ রাশি: বুধের রাশির পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ! এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া প্রযুক্তিগত কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন বৃষরাশির জাতক-জাতিকা। কোনও কারণে আর্থিক ঝুঁকি নিতে হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা বুধকে খুশি করতে বৃহন্নলাদের সম্মান জানানো দরকার। এছাড়া বুধের এই গমনের কালে বৃষ রাশির জাতিকাদের উচিত সবুজ পোশাক পরা। এছাড়া পরুন সবুজ রঙের চুড়ি। তাতে জীবনে উন্নতি হবে ত্বরান্বিত।

Next Article