Sun And Mars Conjunction: সেপ্টেম্বরে মঙ্গল ও সূর্যের মহামিলন! গরিব থেকে একেবারে রাজার আসনে বসবেন ৩ রাশি
Horoscope: গত ১৭ সেপ্টেম্বরে গ্রহের রাজা কন্যা রাশিতে প্রবেশ করেছে। যার ফলে ১২টি রাশির মধ্যে শুভ ও অশুভ প্রভাব পড়তে শুরু করেছে। কেউ কেউ ভাগ্যের বদল বুঝতে পারলেও, আগামী দিনে আর কী কী পরিবর্তন আসতে চলেছে, তা জেনে রাখা ভালো।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তন করা একটি স্বাভাবিক ও সাধারণ ঘটনা। একটি নির্দিষ্ট সময়ে ও গ্রহরা নিজ রাশি বা অপর রাশিতে পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা বলে গণ্য করা হয়। সূর্য গোচরের কারণে রাশিচক্রে শুভ ও অশুভ প্রভাব দেখা যায়। এই গ্রহের রাশি পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। গত ১৭ সেপ্টেম্বরে গ্রহের রাজা কন্যা রাশিতে প্রবেশ করেছে। যার ফলে ১২টি রাশির মধ্যে শুভ ও অশুভ প্রভাব পড়তে শুরু করেছে। কেউ কেউ ভাগ্যের বদল বুঝতে পারলেও, আগামী দিনে আর কী কী পরিবর্তন আসতে চলেছে, তা জেনে রাখা ভালো।
এই পরিস্থিতিতে কন্যা রাশিতে সূর্য ও মঙ্গল উভয় গ্রহের মিলন ঘটেছে। সূর্য ও মঙ্গল উভয়ই আগুনের প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। উভয়েই তেজের এক একটি রূপ। দুই শক্তিশালী গ্রহের যোগ একটি রাশিতেই প্রবেশ করেছে। কন্যা রাশিতে সূর্য ও মঙ্গল একইসঙ্গে যুক্ত হয়েছে। এই যোগের প্রভাবে বিশ্বেও দেখা যাবে। সূর্য ও মঙ্গল গ্রহের রাশি বদল যখন একই রাশিতে হয়, তখন এর প্রভাব সমগ্র বিশ্বে দেখা যায়, এই গ্রহ গোচরের ফলে এই তিন রাশির ভাগ্যের দরজা একেবারে খুলে যেতে বসেছে।এই ৩ রাশির জাতকদের উপর হবে প্রচুর ধন-সম্পদের বর্ষণ, সাফল্যে ও উন্নতির শিখরে থাকবেন কোন কোন সৌভাগ্যবানরা, তা জেনে নিন এখানে…
মেষ রাশি: সূর্য ও মঙ্গলের বিরল মিলনে এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে হু হু করে। শত্রুরা এইসময় পরাস্ত হয়ে দূরে ও পিছপা হতে থাকবে। আদালতে যে কোনও মামলায় স্থায়ী, সমাধান পেতে পারেন, আপনার দিকেই রায় থাকতে পারে। আর্থিক উন্নতির সব পথ খুলে যাবে।
কর্কট রাশি: মঙ্গল ও সূর্যের মিলনে এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সময়, আর্থিক লাভ হবে হু হু করে ও আটকে থাকা কাজগুলি এই সময় সাফল্যের সঙ্গে সব শেষ করতে পারবেন। ব্যবসায় আয় বাড়বে ও চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি: সূর্য ও মঙ্গলের সংমিশ্রণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ। সরকারি প্রশাসন থেকে সুযোগ-সুবিধা পেতে পারেন। পাওনা টাকা হাতে আসতে পারেন। সম্মান বৃদ্ধি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে হাতেনাতে সুফল পাবেন।





