Pisces: আপনার কি মীন রাশি? এই রাশির জাতকদের সাতটি গোপন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানলে চমকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 27, 2022 | 7:55 AM

Horoscope: মীন রাশির জাতক-জাতিকা হন তুখড় বুদ্ধিমান, সৃজনশীল, সহানুভূতিশীল। বিমূর্ত শিল্পের প্রতি আকর্ষণ থাকে এই রাশির জাতকের। এবার মীন রাশির কিছু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর রাখা যাক...

Pisces: আপনার কি মীন রাশি? এই রাশির জাতকদের সাতটি গোপন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানলে চমকে উঠবেন
রাশিচক্রের ১২ তম রাশি হল মীন।

Follow Us

মীন (Pisces ) রাশির জাতক বা জাতিকা মানেই তিনি হবেন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ‘পিঠটান’ দেওয়ার দোষ আছে বলে অভিযোগও রয়েছে! মীন রাশির মানুষের চরিত্রের (Personality Features) এমন নানান অনাবিষ্কৃত দিক রয়েছে যা জানালে চমকে উঠবেন! রাশিচক্রের (Zodiac Sign) ১২ তম রাশি হল মীন। সব রাশির গুণের সমাহার ঘটে মীন রাশির জাতক-জাতিকার চরিত্রে। মীন রাশির মানুষ অত্যন্ত আবেগতাড়িত, সংবদনশীল, দয়ালু, সহানুভূতিশীল এবং দাতা হন। মনে রাখতে হবে এই রাশির চিহ্ন হল— মৎস্য! মীন রাশির জাতক-জাতিকা হন তুখড় বুদ্ধিমান, সৃজনশীল, সহানুভূতিশীল। বিমূর্ত শিল্পের প্রতি আকর্ষণ থাকে এই রাশির জাতকের। এবার মীন রাশির কিছু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর রাখা যাক—

কল্পনাপ্রবণ, শৈল্পিক

শিল্পের প্রসঙ্গ এলে মীনরাশির জাতকেরা যেন আগুনের পানে উড়ে যাওয়া পতঙ্গের মতো হয়ে যায়। তারা প্রতিটি বিমূর্ত ক্ষণে শিল্পের স্পর্শ পায়! যে কোনও সৃজনশীল কর্মে মীনরাশির জাতকরা তাদের সেরা পরামর্শটুকু উপুড় করে দেন! বার্বাডোজের বিখ্যাত গায়িকা রিহানা কিন্তু মীন রাশির জাতক! তাঁর শৈল্পিক চিন্তা, কল্পনার কারণেই আজ তিনি গায়িকা হিসেবে সফল। ফ্যাশন জগতেও নিজস্ব শৈলীতে নতুন হাওয়া এনেছেন তিনি।

সহানুভূতিশীল

দয়ালু স্বভাবের জন্য মীনরাশির মানুষেরা সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন। মীন রাশির মতো কেউই অন্যের আনন্দে শামিল হতে কিংবা দুঃখের শরিক হতে পারে না। নম্র স্বভাব, কোমল হৃদয়ের মীন রাশির মানুষরা অন্যদের সঙ্গে সেইরকমই ব্যবহার করেন যেমনটি তারা অন্যদের কাছে প্রত্যাশা করেন।

অন্তর্দৃষ্টিজাত অনুভূতি

মীনরাশির জাতকরা সবসময় যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পছন্দ করে না। মাঝে মধ্যে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইনটিউশন বা অন্তর্দৃষ্টিজাত অনুভূতির উপর ভরসা রাখে। তারা কেন এমন করে তা জানা যায়না, তবে সম্ভবত বিমূর্ত সমস্ত কিছুর প্রতিই একধরনের পক্ষপাতিত্ব থাকে এই রাশির মানুষের। সেই কারণেই তারা এমন করেন।

সংবেদনশীল

জলজ রাশি মীন। জলের মতই শীতল। ফলে এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হয়। এই কারণেই অল্পেই দুঃখ পায় তারা। আনন্দদায়ক মুহূর্ত, বিষাদ ইত্যাদি আবেগ দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হয় মীন রাশি। তাই মীন রাশির জাতক বা জাতিকাকে দুঃখ দেওয়ার আগে দশবার ভাববেন, চোখের জলে ভেসে যেতে পারে রাজ্যপাট!

আদর্শবাদী

সমস্য হল, মীন রাশির জাতক-জাতিকারা এমন একটা পৃথিবীতে থাকতে চান যেখানে সবকিছুই ঘটবে আদর্শভাবে! মাত্রাতিরিক্ত কল্পনাপ্রবণ ও আদর্শবাদী হতে গিয়ে যখন নিজের কাজে সাফল্য পান না তখন অন্যান্য বিষয়ের উপর বিফলতার দায় চাপিয়ে দেন! এমনকী ঘটনাস্থল থেকে পালিয়েও যান। কারণ তারা অনুতাপে ভুগতে পছন্দ করেন না।

অলস

সারাদিনের মধ্যে অনেকখানি সময় মীন রাশির জাতকরা নিজের বানানো জগতে কাটান। ফলে বাস্তবজগতের যে কোনও কাজে কিছু সময়ের মধ্যেই উদ্যম ও জীবনীশক্তি হারিয়ে ফেলে তারা।

আরও পড়ুন:  Venus Transit 2022: ৩ রাশির জীবনে নতুন সূর্যোদয়! শুক্রের ঘর পরিবর্তনে আসবে সাফল্যের জোয়ার

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোন তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Next Article