AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest Zodiac Sign: এই রাশি মানেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি! আপনার রাশি কী?

Richest People in the World: ধনী হওয়ার স্বপ্ন দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হবে না, তার সঙ্গে চাই শ্রম, আর ভাগ্য। আর এই ভাগ্যের যোগ তৈরি হয় মানুষ জন্মগ্রহণের পর থেকেই। জন্মের দিন, সময়, স্থান ইত্যাদি মিলিয়ে জন্মকুণ্ডলী বের করা হয়। রাশি মিলিয়ে ভাগ্য নির্ধারণ করা একরকম অতিপরিচিত একটি মাধ্যম। শুধু তাই নয়, রাশি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব, প্রকৃতি চেনা যায়।

Richest Zodiac Sign: এই রাশি মানেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি! আপনার রাশি কী?
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 6:43 PM
Share

কম পরিশ্রমে হাতে আসবে অনেক টাকা-পয়সা, এমন ভাগ্য আর কতজনের হয়? ধনী হওয়ার স্বপ্ন দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হবে না, তার সঙ্গে চাই শ্রম, আর ভাগ্য। আর এই ভাগ্যের যোগ তৈরি হয় মানুষ জন্মগ্রহণের পর থেকেই। জন্মের দিন, সময়, স্থান ইত্যাদি মিলিয়ে জন্মকুণ্ডলী বের করা হয়। রাশি মিলিয়ে ভাগ্য নির্ধারণ করা একরকম অতিপরিচিত একটি কৌশল। শুধু তাই নয়, রাশি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব, প্রকৃতি চেনা যায়। ভবিষ্যতে কেমন থাকবেন, কী কী ফল পেতে পারেন, তারও জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা সম্ভব। জ্যোতিষশাস্ত্রমতে, ১২টি রাশির মধ্যে এমন কিছু রাশি রয়েছে, যেগুলির অর্থই হল সেই রাশির জাতক-জাতিকারা কোটিপতি হবেন। সমাজে আধিপত্য যেমন তৈরি হয় , তেমনি সুনামও রটে। বিশ্বের প্রভাবশালী ও কোটিপতিদেরও রয়েছে রাশির জোর। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির রাশির তালিকায় রয়েছে এই ৪ রাশি। আপনার রাশি সেই তালিকায় রয়েছে কিনা, তা দেখে নিন এখানে…

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকারা ভীষণ আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। পরিবারে সর্বদা সুখ-শান্তি যেমন বজায় থাকে, তেমনি নিজের সম্মান ও সুনামও বিস্তার ঘটে। বেশ পরিচিত ব্যক্তিদের তালিকায় এই রাশির জাতক-জাতিকাদের দেখা যায়। এছাড়া এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য লেখায় বিশ্বাসী। তাই শ্রমের টাকা কীভাবে সঞ্চয় করতে হয়, তা এদের থেকে ভাল কেউ জানেন না। ফলে এই রাশির ভাগ্য রয়েছে প্রচুর অর্থপ্রাপ্তি। কোটিপতি হওয়ায় মনে মনে অহংকারী বোধও জাগ্রত থাকে এদের। ইলন মাস্কের রাশি হল কর্কট রাশি। বিশ্বের প্রথম সারির সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকাভুক্তদের মধ্যে অন্যতম এই প্রভাবশালী ব্যক্তির রাশি হল এই রাশি।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকা অত্যন্ত ধূর্ত ও বুদ্ধিমান হন। মেধাবী হওয়ায় কেরিয়ার ও পড়াশোনায় এরা সবসময় সাফল্য পেয়ে থাকেন। পাশাপাশি এদের মন দ্রুত বদলাতে থাকে। জীবনের সব পদক্ষেপেই আসে সাফল্য। তাই মাটিতে পাই পড়ে না এদের। তবে যে কাজই করুন না কেন, শ্রম ও সততার সঙ্গে কাজ শেষ করতে সক্ষম হন। ব্যবসাতেও দুরন্ত সাফল্য পেয়ে থাকেন এই রাশি। কীভাবে অর্থ উপার্জন করতে হয়, তা এদের থেকে ভাল কেউ জানে না। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকারা। পরিশ্রমের ভিত্তিতে কোটিপতি হওয়ায় বিশ্বাসী হন এরা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের রাশি হল মিথুন।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা জীবনে যে কোনও কাজে ও মুহূর্তে ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যান। তাই এরা বেশ সাহসী ও ভাগ্যবান হন। কোনও কিছু না ভেবেই জীবনে ঝুঁকি নেন বলে ভাগ্যও পিছিয়ে যায় মাঝে-মধ্যে, কিন্তু লক্ষ্যে অটুট থাকেন। জেদি ও কঠোর পরিশ্রমী হওয়ায় এদের হাতে প্রচুর টাকাপয়সাও আসে। তবে নিজের স্বার্থের জন্য যে কোনও পদক্ষেপে ঝুঁকি নিতে পিছপা হন না। আর তাতে সাফল্যও পেয়ে থাকেন। ধৈর্য থাকায় প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করার সাহস পান এরা। ভাগ্যের জেরে প্রচুর সম্পদের মালিক হন এই রাশি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির রাশি হল মেষ রাশি।